দিশা গঙ্গোপাধ্যায় নামে কলকাতার টিভি সিরিয়ালের এক অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ঝুলন্ত অবস্থায় তার দেহ বেহালা পর্ণশ্রীর বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। তিনি বর্তমানে বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করছিলেন।
পুলিশ সূত্রে খবর, দিশার মৃত্যুর খবর জানতে পেরেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন তাঁর আরেক অভিনেত্রী বান্ধবী। ২টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ছোটোবেলায় আফ্রিকার তানজ়ানিয়াতে বাস করতেন দিশা। কলকাতায় এসে তিনি স্নাতক পাশ করেন। বিজ্ঞানের ছাত্রী হয়েও তিনি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। বউকথা কও, অদ্বিতীয়া, কনকাঞ্জলি দিশা অভিনীত ও তুমি আসবে বলে তাই তার উল্লেখযোগ্য ধারাবাহিক।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৫/মাহবুব