ছোট পর্দায় ঈদে 'লাভ স্পিড' নিয়ে আসছেন পপি। ভালোবাসা এবং সম্পর্কের ভাঙ্গাগড়ার গল্পে নির্মিত হচ্ছে টেলিফিল্মটি। এর মাধ্যমে অনেকদিন পর পপিকে আবার টেলিফিল্মে দেখতে পাবে দর্শক। নির্দেশনা দিচ্ছেন জিএম সৈকত। এতে পপির বিপরীতে আছেন চিত্রনায়ক আমিন খান। এক ডিজে পার্টিতে পপির সঙ্গে দেখা হয় আমিন খানের। দেখা থেকে পরিচয় তারপর ভালোবাসা। এক সময় ভালোবাসা বিয়েতে গড়ায়। আমিন খান জানে পপির জীবনে তিনিই প্রথম পুরুষ। বাসর রাতে আবিষ্কার হয় অন্য চিত্র। শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। দুজনই বলেন, চমৎকার এবং টুইস্ট আছে এমন গল্পের টেলিফিল্মে কাজ করছি। দর্শক বেশ মজা পাবে এটি দেখে। নির্মাতা বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে পরিপূর্ণ বিনোদনে গল্প সাজিয়েছি। ঈদের সেরা টেলিফিল্ম হিসেবে দর্শক পাবে 'লাভ স্পিড'।
ছোটপর্দায় এটি পপি-আমিনের প্রথম কাজ। বড় পর্দায় অভিনয় করেছেন 'তোমার জন্য ভালোবাসা', 'দুই ভাইয়ের যুদ্ধ' এবং 'লুটপাট' ছবিতে।