চলতি সপ্তাহে বড় পর্দায় মুখোমুখি হয়ে প্রতিযোগিতায় নেমেছেন জাকিয়া বারী মম এবং আঁচল। দুজনের অভিনীত ছবি মুক্তি পেয়েছে একসঙ্গে। মম'র ছবির নাম 'ছুঁয়ে দিলে মন' এবং আঁচলের 'গুন্ডা'। দুজনেই রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন। দুজনের অভিনয় দেখে দর্শক তৃপ্ত। এখন দেখার বাকি সপ্তাহ শেষে কে এগিয়ে যায় বা কার জয় হয়। মম জুটি বেঁধেছেন আরিফিন শুভর সঙ্গে এবং আঁচলের নায়ক বাপ্পি। দুজনেই আগেও চলচ্চিত্রে অভিনয় করেন। মম বলেন, শিহাব শাহীনের 'ছুঁয়ে দিলে মন' ছবিতে অসাধারণ একটি চরিত্রে অভিনয় করেছি। আঁচল বলেন, ইস্পাহানী আরিফ জাহানের 'গুন্ডা' ছবিতে আমার চরিত্রটি সত্যিই ভালো লাগার মতো। তাছাড়া দুজনই তাদের নায়কের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে ভালো অভিনয় করেন বলে জানান সংশ্লিষ্ট নির্মাতারা। চলচ্চিত্র এবং শিল্পী সংকটের মুহূর্তে দুটি মানসম্মত ছবি এবং ভালো শিল্পী পেয়ে খুশি সিনেমা হল মালিক এবং দর্শক।