হলিউড পরিচালক জেমস টোবাকের বিরুদ্ধে ৩৮ জন নারীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। লস অ্যাঞ্জলসের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যেসব নারীদের কাজে রেখেছিলেন জেমস, তাদের ওপরই যৌন নিপীড়ন চালান তিনি। তাদের মধ্যে অনেককে আবার তিনি কাজ দেওয়ার জন্য রাস্তা থেকে তুলে এনেছিলেন।
কেউ কেউ অভিযোগ করেছেন, তাদের নিউইয়র্কের রাস্তা থেকে তুলে এনেছিলেন জেমস। বলেছিলেন স্টার করে দেবেন।প্রতিবেদনে প্রকাশ, স্টারদের সঙ্গে তাঁর শারীরিক সম্পর্কের গল্প নারীদের বলতেন। তারপর তাঁদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেন। আশ্চর্যের বিষয় হল, কোন নারী এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেননি। তবে সব অভিযোগ উড়িয়ে দিয়ে জেমস জানিয়েছেন, তার ডায়াবেটিস ও হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে। এসব করা তাঁর পক্ষে মোটেই সম্ভব নয়।
হলিউডে জেমস টোবাক পরিচালক হিসেবে বেশ পরিচিত। তাঁর চিত্রনাট্য লেখা বাগসি ছবিটি ১৯৯১ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল। পাশাপাশি বেশ কয়েকটি ছবি পরিচালনা এবং প্রযোজনা করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার