ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোস্তাফা জব্বারের 'নিরাপদ ইন্টারনেট' স্লোগানকে সামনে রেখে ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার বিকাল ৪টার দিকে তাকে এ জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের এডিসি নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তবে জিজ্ঞাসাবাদের পর সালমানকে ছেড়ে দেওয়া হয়েছে কিনা সেটা এখনও জানা যায়নি।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব