১৯ মে, ২০১৯ ১২:১৪

অতর্কিত হামলার শিকার আর্নল্ড শোয়ার্জনেগার (ভিডিও)

অনলাইন ডেস্ক

অতর্কিত হামলার শিকার আর্নল্ড শোয়ার্জনেগার (ভিডিও)

সংগৃহীত ছবি

অস্ট্রিয়ান-আমেরিকান বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ আর্নল্ড শোয়ার্জনেগার দক্ষিণ আফ্রিকার ‘ক্লাসিক আফ্রিকা’ অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানে হামলার শিকার হয়েছেন। ক্যালিফোর্নিয়ার সাবেক এই গভর্নরকে পেছন দিক থেকে উড়ন্ত লাথি বা ফ্লাইং কিক দিয়েছে হামলাকারী। 

ঘটনার দৃশ্যটি একটি ভিডিও ফুটেজে দেখা গেছে। ফুটেজটি শোয়ার্জনেগার নিজেই তার টুইটারে শেয়ার করেছেন। এতে আর্নল্ড শোয়ার্জনেগার জানিয়েছেন তিনি সুস্থ আছেন। ভক্তরা যেন তাকে নিয়ে দুশ্চিন্তা না করে সেজন্য অনুরোধ জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই ভিডিও ফুটেজে দেখা যায়, জোহানসবার্গের ওই অনুষ্ঠানে প্রাণবন্ত শোয়ার্জনেগার ফটো তুলছিলেন ও দাঁড়িয়ে ভিডিও করছিলেন। এমন সময় হঠাৎ পেছন দিক থেকে উড়ন্ত লাথি বা ফ্লাইং কিক দেয় হামলাকারী। লাথির আঘাতে তিনিও যেমন পড়ে যান তেমনি হামলাকারীও তার পেছনেই পড়ে যায়।

পরে হামলাকারীদের পুলিশে হস্তান্তর করা হয় বলে ওই অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন।

পরে এক টুইট বার্তায় শোয়ার্জনেগার লিখেন: 'আমি ভেবেছিলাম যে আমি ভিড়ের মধ্যে ধাক্কায় পড়ে গেছি যেটা প্রায়ই হয়। পরে আপনাদের মতো ভিডিও দেখেই কেবল বুঝতে পারলাম আমাকে লাথি দেয়া হয়েছে'।

তিনি পরে তার ভক্তদের তার ওপর হামলার বিষয়ের চেয়ে ওই অনুষ্ঠানের দিকে দৃষ্টি দেয়ার অনুরোধ করেন।

তিনি লিখেছেন, 'দক্ষিণ আফ্রিকায় আর্নল্ড স্পোর্টসে ৯০টি খেলা ২৪ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছে। চলুন তাদের দিকেই দৃষ্টি দেই'।

আর্নল্ড শোয়ার্জনেগারকে এই ফ্লাইং কিক কেন মারা হয়েছে এ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

ভিডিও :

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর