২০ নভেম্বর, ২০১৯ ০৯:৪৫

উত্তম কুমারকে নিয়ে ছবি, আপত্তি পরিবারের

অনলাইন ডেস্ক

উত্তম কুমারকে নিয়ে ছবি, আপত্তি পরিবারের

মৃত্যুর প্রায় তিন দশক পরে তাকে নিয়ে ফের বিতর্ক। তিনি পশ্চিমবঙ্গের ম্যাটিনি আইডল উত্তমকুমার। তাকে নিয়ে তৈরি একটি ডকু-ছবি ঘিরেই এই নয়া বিতর্ক। ‘যেতে নাহি দিব’ নামে ছবিটির মুক্তির কথা ২২ নভেম্বর, শুক্রবার। তার আগে এই ছবির মুক্তি ঠেকাতে উত্তম-পরিবার আদালতের দ্বারস্থ হয়েছেন। উত্তমকুমারকে ওই ছবিতে ‘কলুষিত করা হয়েছে’ বলে অভিযোগ পরিবারের। 

যদিও আলিপুর বাণিজ্যিক আদালত এই মামলা তাদের এখতিয়ার ভুক্ত নয় বলে ফিরিয়ে দিয়েছে। উত্তমের নাতি গৌরব মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘ওই ছবি নিয়ে মামলা আমরা করেছি। কিন্তু এখন এর বেশি কিছু বলতে পারব না। বাইরে শুটিংয়ে ব্যস্ত আছি।’

উত্তমকুমার-সুপ্রিয়া দেবীর স্নেহধন্য পরিচালক প্রবীর রায়ের অবশ্য দাবি, ‘দু’বছর ধরে একটু একটু করে টাকা জোগাড় করে ছবিটা করেছি। ছবি মুক্তির ছাড়পত্রও পেয়েছি। অথচ এখন উত্তমের বাড়ির লোক মামলা করেছেন বলে শুনেছি। মহানায়ককে এই ছবিতে ছোট করা হয়েছে অভিযোগে মামলা করা হয়েছে।’

প্রবীরের বক্তব্য, ছবিতে এমন কোনও দৃশ্য বা বক্তব্য নেই যাতে উত্তমকুমারকে নিয়ে বিতর্ক হতে পারে। বাড়ির লোক না দেখেই কী করে মামলা করলন, তা নিয়ে বিস্মিত পরিচালক। তার কথায়, ‘১৯৭২ থেকে উত্তমকুমারকে খুব কাছ থেকে দেখেছি। ঘটনা পরম্পরায় আমি মর্মাহত।’ 

পরিচালক জানিয়েছেন, তার ছবিতে উত্তমের বড় বয়সের ভূমিকাভিনেতা সুজন মুখোপাধ্যায়। শকন্তুলা বড়ুয়াও রয়েছেন এই ছবিতে। সুচিত্রার সঙ্গে উত্তমের কোনও দৃশ্য নেই। তবে সু্প্রিয়াদেবীর নাম এসেছে। কিন্তু বিতর্ক হতে পারে, এমন কিছুই নেই। 

প্রবীরের আইনজীবী সুশীল চক্রবর্তী বলেন, ‘প্রথমে আমার মক্কেলের কাছে আইনি নোটিস এসেছিল। তার জবাব দেওয়া হয়েছে। তার মধ্যেই আলিপুর বাণিজ্যিক কোর্টে উত্তমের পরিবার মামলা করে। তবে তা শোনার এখতিয়ার না থাকার কারণে মঙ্গলবার ওই আদালত মামলা ফিরিয়ে দিয়ে উপযুক্ত ফোরামে যাওয়ার কথা জানিয়েছে। সূত্র : এই সময়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর