প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। তার ৩টি সাইকেলে ১২টি কেমোথেরাপি সম্পন্ন হয়েছে।
সংগীতশিল্পী মোমিন বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে এন্ড্রু কিশোরের শরীর অনেকটা ভালো। যথাযথভাবে চিকিৎসা চলছে। এই চিকিৎসা আরও প্রায় আড়াই থেকে তিনমাস চলবে বলে ডাক্তার জানিয়েছেন। হাতে গোনা সংগীতাঙ্গনের যে কয়জন মানুষ দাদার এই দুঃসময়ে পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এছাড়াও যারা জেনেও দূরে সরে আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা।
গত ১১ সেপ্টেম্বর থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এন্ড্রু কিশোর। ২৬ নভেম্বর থেকে কেমোথেরাপির পরবর্তী সাইকেল শুরু হবে এবং ৩টি সাইকেলে আরও ১২টি কেমোথেরাপি সম্পন্ন করা হবে।
সবমিলিয়ে প্রায় ১৫ হাজারের বেশি গান গেয়েছেন এন্ড্রু কিশোর। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ৮বার।
বিডি প্রতিদিন/ফারজানা