এবার আইফোনে একটি ক্রাইম থ্রিলারের শুটিং করলেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। ‘হইচই’র ৯০ মিনিটের এই ক্রাইম থ্রিলারের নাম ‘পবিত্র পাপ্পিজ’।
গল্পটা কীরকম? করোনার জেরে ভারতজুড়ে লকডাউন। এমন ঘরবন্দি অবস্থায় বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগাযোগ হয়। আড্ডা জমে। ভিডিও চ্যাট হয়। পাবজি খেলা চলে। ক্রমশ তা নেশার পর্যায়ে চলে যায়।
হঠাৎ একদিন এক বন্ধুর আত্মহত্যার ভিডিও আসে বাকিদের কাছে। আরও দুই বন্ধুর মৃত্যু হয়। কীভাবে এমন ঘটল? উত্তর ক্লাইম্যাক্সে।
অভিনেতারা শুটিং করেছেন বাড়ি বসে। আইফোনে। কিন্তু সম্পাদনার পর, সেই ক্রাইম থ্রিলার দেখে বোঝার উপায় নেই, টলিউডে এতদিন যেভাবে ওয়েব সিরিজের শুটিং হয়েছে, তারচেয়ে একদম অন্য পদ্ধতিতে শুটিং করা হয়েছে ‘পবিত্র পাপ্পিজ’র।
অর্থাৎ এই ওয়েব সিরিজ যদি সফল হয়, টলিউডে শুটিংয়ের পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে। কোন কোন অভিনেতা রয়েছেন এই ওয়েব সিরিজে? সূত্রের খবর, বিক্রম চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সায়নী ঘোষ, সায়ন, দেবপ্রিয় বাগচী, সৌরভ দাস।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ