সান্ডালহুড মাদক মামলায় নতুন করে বিপাকে ওবেরয় পরিবার। ওবেরয়দের মুম্বাইয়ের বাড়িতে তল্লাসির পর এবার বিবেক ওবেরয়ের স্ত্রী প্রিয়াঙ্কা আলভাকে নোটিস পাঠাল সিসিবি।
সান্ডালহুড মাদক মামলায় বিবেক ওবেরয়ের শ্যালক আদিত্য আলভার নাম জড়ানোর পর থেকেই শুরু হয় শোরগোল। আদিত্য আলভার খোঁজে গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিবেক ওবেরয়ের মুম্বাইয়ের বাড়িতে তল্লাসি চালায় সিসিবি। সেখানে আদিত্যর খোঁজ পাওয়া যায়নি। এরপরই আদিত্য আলভার নামে জারি করা হয় লুকআউট নোটিস।
বৃহস্পতিবার ওবেরয়দের বাড়িতে তল্লাসির পর আজ শুক্রবার বিবেকের স্ত্রীর নামে নোটিস পাঠায় সিসিবি। যদিও বিবেক ওবেরয়দের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
প্রসঙ্গত সান্ডালহুড মাদক মামলায় দক্ষিণী অভিনেত্রী রাগিনী দ্বিবেদীর নাম জড়ানোর পর তাকে গ্রেফতার করে সিসিবি। রাগিনী দ্বিবেদীকে জিজ্ঞাাবাদের সময়ই উঠে আসে আদিত্য আলভার নাম। আদিত্য নিজের বাড়িতে বিভিন্ন পার্টির আয়োজন করতেন। সেখানেই দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতারা মাদক সেবন করতেন বলে অভিযোগ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ