মহামারী করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের রেশ টেনে ধরা হয়েছে সারা বিশ্বেই। এখনো অনেক দেশে প্রেক্ষাগৃহ বন্ধ। প্রেক্ষাগৃহ খুললেও সিনেমা প্রদর্শন করা হচ্ছে সীমিত পরিসরে। করোনা মহামারীর সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর সঙ্কুচিত হয়ে পড়ায় সরকারকে এগিয়ে আসার বার্তা দিয়েছেন এক অভিনেত্রী।
শুক্রবার ফ্রেঞ্চ অস্কার হিসেবে খ্যাত সিজার অ্যাওয়ার্ডে সেরা কস্টিউমের পুরস্কার দিতে ডাকা হয় অভিনেত্রী করিন ম্যাসিয়েরোকে (৫৭)। মঞ্চে আসার পর ফরাসি এ অভিনেত্রীকে দেখে সবাই চমকে যান। কারণে তিনি রক্তমাখা গাধার চামড়ার মতো পোশাক পরেছিলেন। এ পর্যায়ে মঞ্চেই পোশাক খুলে ফেলেন করিন। তার শরীরে 'সংস্কৃতি না থাকলে ভবিষ্যৎ থাকবে না' এমন বার্তা ছিল। ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ কাসটেক্সের উদ্দেশ্যে তার শরীরে লেখা ছিল, আমাদের শিল্পকে ফিরিয়ে দাও।
মহামারী করোনাভাইরাসের এই সময়ে সংস্কৃতি খাতে আরও সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন করিন ম্যাসিয়েরো।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা