আমি একজন অভিনেত্রী, তারকা নই। টাকার লোভে বিক্রি হয়ে যাইনি। সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থী দিপ্সিতা ধরের সমর্থনে ভোট প্রচারে এসে এ কথাই বললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন, বালি বিধানসভা কেন্দ্রের বাদামতলা এলাকায় এসে ভোট প্রচার করেন শ্রীলেখা মিত্র
শ্রীলেখা মিত্র বলেন, ফুলতো মৌসুমে ফেটে, তবে কাস্তে-হাতুড়ি থাকে সারা বছর। আমি আশাবাদী হাল ফেরাতে মানুষ এবার সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থীদেরই ভোট দেবেন।''
একইসঙ্গে তিনি আরও বলেন, দীপ্সিতার মত তরুণ প্রজন্মের মানুষরাই পারবে অবস্থার পরিবর্তন করতে। কারণ তাদের শিরদাঁড়া এখন সোজা। যে ভণ্ডামি চলছে, তার একমাত্র বিকল্প সংযুক্ত মোর্চার প্রার্থীরা। মানুষ এখন তা বুঝতে পারছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত