চলতি বছরের ১১ জানুয়ারি প্রথম সন্তানের জন্ম দেন কোহলির স্ত্রী আনুশকা শর্মা। ভারতীয় দলের অধিনায়ক ও বলিউড অভিনেত্রীর প্রথম সন্তানের ছবি দেখার জন্য নেটমাধ্যমে হুমড়ি খেয়ে পড়েন নেটাগরিকরা।
এদিকে কন্যাসন্তানের ছবি যাতে প্রকাশ না পায়,সেজন্য পাপারাৎজিদের বিশেষ ভাবেঅনুরোধ করেন কোহলি আনুশকা। তবুও তাদের গতিবিধির উপরে কড়া নজর রেখেছে পাপারাৎজিদের ক্যামেরা।
এমনভাবেই ভারতের আহমেদাবাদের বিমানবন্দরে এই দম্পতিকে পেলেন পাপারাৎজিরা। ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের ৫টি ম্যাচ ছিল আহমেদাবাদে। কোহলির সঙ্গে তার স্ত্রী-কন্যাও আহমেদাবাদে ছিলেন সে ক’টা দিন। এরপরে পুণেতে তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে। রবিবার সন্ধ্যাবেলা পুণেতে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।
ভিডিওতে দেখা যাচ্ছে, কোহলি ও আনুশকা মালপত্র নিয়ে বিমান ধরতে যাচ্ছেন। কোহলির পিঠে ব্যাগ। হাতে রয়েছে কন্যা ভামিকার ‘সুইং’। পাশে আনুশকা। তার পিঠেও ব্যাগ। আর দু’হাত দিয়ে নিজের কন্যাসন্তানকে জাপটে ধরে রয়েছেন বুকে। কিন্তু ভামিকার মুখ দেখা যাচ্ছে না। কারণ একটি পাতলা চাদর দিয়ে ঢাকা তার দেহ। স্পষ্ট, পাপারাৎজিদের হাত থেকে বাঁচতেই এই পদক্ষেপ।
বিডি প্রতিদিন/কালাম