নাজিম উদ্দিনের লেখা 'রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি' উপন্যাস অবলম্বনে সৃজিত মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় নিয়ে আলোচনায় আছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচই 'নতুন গল্প হয়ে যাক' শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে এই মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজগুলোর খণ্ডাংশ প্রকাশ করা হয়েছে। এতেই নতুন রূপে ভক্তদের সামনে হাজির হয়েছেন বাঁধন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বাঁধন খোলা চুলে ডিভাইনের ওপর বসে আছেন। তার পরনে শাড়ি। তাকিয়ে আছেন রহস্যময় একদৃষ্টিতে। এই দৃশ্য নিয়ে বাঁধন জানিয়েছেন, 'গল্প ও চরিত্রের জন্য তিনি পর্দায় এভাবেই ভিন্নরূপে নিজেকে তুলে ধরছেন। তার চরিত্রের নাম মুসকান।'
ওয়েব সিরিজটিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্ত, বলিউড তারকা রাহুল বোসসহ অনেকে।
বিডি প্রতিদিন/ অন্তরা কবির