প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) রাতে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।
কাজী হায়াতের ছেলে অভিনেতা কাজী মারুফ জানান, ‘আব্বার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ওনার অক্সিজেন লেভেল ভালোর দিকে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আব্বাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। তবে এরপর জ্বর এসেছিল, কিন্তু তিনি এখন ভালো আছেন। দেশবাসীর কাছে আরও বেশি বেশি দোয়া চাইছি। আল্লাহ যাতে ওনাকে দ্রুত সুস্থ করে দেন।’
গত ১০ মার্চ কাজী হায়াত জানান, স্ত্রী রোমিসাসহ তিনি করোনা আক্রান্ত। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে।
বিডি প্রতিদিন/ফারজানা