ভারতের তামিলনাড়ু রাজ্যের ছয়বারের মুখ্যমন্ত্রী ও অভিনেত্রী জয়ললিতা সবার কাছে পরিচিত ছিলেন 'আম্মা' হিসেবে। তার জীবনী নিয়েই নির্মিত হয়েছে 'থালাইভি' সিনেমাটি। এতে জয়ললিতার চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত। গতকাল মঙ্গলবার ছবিটির তামিল ও হিন্দি ভাষায় ট্রেলার প্রকাশ করা হয়েছে। প্রথম ঝলকেই টুইটারে ট্রেন্ডিং ‘থালাইভি’। স্বাভাবিকভাবেই ট্রেলারের তামিল সংস্করণটি বেশি জনপ্রিয় হয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ২৩ এপ্রিল।
দু’টি ভাষার ভিডিও এক রকম নয়। সম্পাদনায় রয়েছে পার্থক্য। হিন্দি ট্রেলারটি কঙ্গনা সর্বস্ব। তামিল সংস্করণে গুরুত্ব পেয়েছে এম জি রামচন্দ্রণের ভূমিকা অভিনয় করা অরবিন্দ স্বামীর চরিত্রটিও। এমজিআর ও জয়ললিতার সম্পর্কের সমীকরণের আধিক্য রয়েছে তামিল ট্রেলারে। নিজেদের মাটির গল্প, নিজেদের জননেত্রীর জীবনযুদ্ধ বলেই কি তামিল ভিডিওটি বেশি জনপ্রিয়তা পেল? তা নিয়েও চর্চা চলছে নেটমাধ্যমে।
তামিল ছবির অতি জনপ্রিয় তারকা ছিলেন জয়ললিতা। সেখান থেকে রাজনীতিতে পা। পুরুষতান্ত্রিক সমাজে ক্ষমতার আসনে এক নারীর উত্থান সহজ ছিল না। অভিযোগ, ১৯৮৯ সালে বিধানসভায় দাঁড়িয়ে হেনস্থাও হতে হয়েছিল তাকে। একটি দলের বিধায়কেরা তার শাড়ির আঁচল টেনে ধরেছিলেন বলেও শোনা যায়। তা-ও জয়ললিতার যুদ্ধ থামেনি। মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। ১৯৯১ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৬ দফায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের প্রিয় আম্মা।
বিডি প্রতিদিন/ফারজানা