‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য পরিচালক সঞ্জয় লীলা বানশালী ও ছবির অভিনেত্রী আলিয়া ভাটকে সমন পাঠিয়েছেন আদালত। শ্যুটিংয়ের ওপর স্থায়ী স্থগিতাদেশ চেয়ে বম্বে দায়রা আদালতে আবেদন জানিয়েছিলেন গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজি। সেই আবেদনের ভিত্তিতে বানশালী-আলিয়াকে সমন পাঠিয়েছে আদালত।
গাঙ্গুবাঈয়ের ছেলে বাবুজির দাবি, ছবিতে তার মা এবং তাদের পরিবার সম্পর্কে ভুল তথ্য পরিবেশিত হচ্ছে। যা তারা মেনে নিতে পারছেন না। স্থানীয় আদালতে বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই আবেদন করেছেন তিনি। সেই অনুযায়ী আলিয়া, লেখক-সাংবাদিক হুসেন জাইদি এবং পরিচালককে ২১ মে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী, পরিচালক কেউই।
এর আগে, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো বানশালির একাধিক ছবি নিয়ে জলঘোলা হয়েছে। ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-ও ব্যতিক্রম নয়। এর ছবিতে তুলে ধরা হবে, মুম্বাইয়ের কুখ্যাত মাফিয়া গাঙ্গুবাঈর জীবন। গাঙ্গুবাঈ চরিত্রে দেখা যাবে আলিয়াকে। বানশালি জানিয়েছেন, সব ঠিক থাকলে আগামী ৩০ জুলাই প্রেক্ষাগৃহে আসবে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’।
বিডি প্রতিদিন/ফারজানা