ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম সম্প্রতি কেয়া পায়েলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন একটি নাটকে। নাটকটি ভিজুয়ালসিন এন্টারটেইনমেন্ট'র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে।
সৌরভ ইশতিয়াকের স্ক্রীপ্টে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা মাহমুদ মাহিনের। মোশাররফ করিম, কেয়া পায়েল ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, মুকিত জাকারিয়া, সিয়াম নাসির, সবুজ রহমান, শিমুসহ অন্যান্যরা।
নাটকটির চিত্রগ্রহণ করেছেন মোস্তাক মোরশেদ ও বিশ্বজিৎ দত্ত। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন মাহমুদ মাহিন। ভিজুয়ালসিন এন্টারটেইনমেন্ট সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে একাধিক বড় প্রোডাকশন নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
ভিডিও লিংক- https://youtu.be/XnNX_8ZMSa0
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ