বলিউডের জনপ্রিয় তারকা রণদ্বীপ হুদার জীবনে বড় ধাক্কা হয়ে এসেছে পুরোনো একটি ভিডিও। ওই ভিডিওতে তিনি ভারতের উত্তরপ্রদেশে চারবার মুখ্যমন্ত্রীর দায়িত্বপালনকারী মায়াবতীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। সেটি হঠাৎ করেই ভাইরাল হওয়ায় কঠোর সমালোচনার মুখে পড়েছেন রণদ্বীপ।
বলিউডের সহকর্মীরাও রণদ্বীপের সমালোচনা করছেন। রণদ্বীপের ক্যারিয়ারেও লেগেছে বড় সড় ধাক্কা। সম্প্রতি জাতিসংঘের একটি চুক্তি থেকে বাদ পড়েছেন রণদ্বীপ। জাতিসংঘের পরিবেশ বিষয়ক চুক্তি কনভেনশন ফর দ্য কনজারভেশন অব মাইগ্রেটরি স্পেসিস অব ওয়াইল্ড অ্যানিমলসের সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত ছিলেন রণদ্বীপ। সেই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে।
যে ভিডিও নিয়ে এত কাণ্ড সেটি ২০১২ সালের। একটি মিডিয়া হাউজ আয়োজিত অনুষ্ঠানে রণদ্বীপ মজার ছলে ওই মন্তব্য করেছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা