দীপ্ত টিভিতে তসলিমা তাহরিনের প্রযোজনায় তুর্কি ধারাবাহিক ‘বাহার' প্রচারিত হচ্ছে প্রতিদিন রাত ৯টায়। এ পর্বে দেখা যাবে, সার্পকে হারানোর ভয়ে আতংকিত হয়ে পড়েছে পিরিল।
কাহিনীর এ পর্যায়ে শিরিনের কাছে এনভার ও হাতিজে জানতে পারে সার্প বিবাহিত এবং যময দুই সন্তানের জনক। এদিকে, এনভার রেগে গিয়ে সে রাতেই সার্পের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। শিরিন, সুয়াতকে ফোন করে এনভার ও সার্পের দেখা করার বিষয়টা জানিয়ে দেয়।
সার্প ও এনভারের আলাপচারিতার মাঝখানে হঠাৎ সুয়াতের লোকেরা সার্পকে আক্রমণ করে। সার্পের সাথে পালানোর সময় মুনিরের হাতে পিস্তল দেখে ভয়ে এনভারের হার্ট অ্যাটাক হয়। এনভারের হাসপাতলের সামনে সার্পকে দেখে বাবা বলে ডেকে ওঠে দোরুক।
মায়াভরা দৃষ্টিতে দোরুকের দিকে তাকিয়ে থাকলেও সার্প কিছুই বুঝতে পারে না। যদিও সার্প তার বর্তমান আল্পের পরিচয় অস্বীকার করে অতীত পরিচয়ে ফিরে যেতে চায়। আর এতে পিরিল প্রতিনিয়তই সার্পকে হারানোর ভয়ে আতংকিত থাকে। পিরিল কি পারবে অতীতকে মুছে ফেলে সার্পকে আপন করে নিতে?
এতে চরিত্র ও কন্ঠাভিনেতায় আছেন, বাহার চেশমেলি (মেরিনা মিতু), সার্প চেশমেলি (শফিকুল ইসলাম), নিসান চেশমিল (নাদিয়া ইকবাল ইকরা), দোরুক চেশমিল (আনিরা মিশেল রিভা), আরিফ (আলবিনো জর্জ পাইক), এনভার সারিকাদি (অশোক কুমার বসাক), হাতিজে সারিকাদি (সাকি ফারজানা), শিরিন সারিকাদি (নিগার সুলতানা মিমি), জেইদা (ইন্দ্রানী ঘটক), জালে দেমির (নাহিদ আখতার ইমু), মুসা দেমির (অশোক কুমার বসাক), ইয়েলিয (পর্ণা মিটিল্ডা কস্তা)।
বিডি প্রতিদিন / অন্তরা কবির