অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে কণ্ঠশিল্পী এস আই টুটুলের। গত ৪ জুলাই টুটুল ফের বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শারমিনা সিরাজ সোনিয়া। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক। যুক্তরাষ্ট্রে টুটুল ও সোনিয়ার বিয়ে হয়েছে বলে জানা গেছে।
টুটুল গণমাধ্যমকে জানিয়েছেন, স্ত্রী তানিয়া আহমেদের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয়েছে তার। এস আই টুটুল জানান, ‘আমি, তানিয়া আলাদা ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়। এরপর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে রিয়েলিটি শো থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়।’
শারমিনা সিরাজ সোনিয়া বাংলাদেশের একাধিক গণমাধ্যমে কাজ করেছেন উপস্থাপক হিসেবে। এরপর স্থায়ীভাবে আমেরিকা গেলে সেখানেও উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হন।
বিডি প্রতিদিন/ফারজানা