বাংলাদেশের সীমান্ত অঞ্চলের মানুষের জীবনযাপন এবং বিভিন্ন অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়ার কাহিনী নিয়ে নির্মাণ করা হয়েছে সিনেমা ‘দ্য বর্ডার’। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে সেপ্টেম্বরে। সিনেমাটির পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
জাজের ভেরিফায়েড পেজ থেকে জানানো হয়, দ্য বর্ডার মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর।
‘দ্য বর্ডার’ সিনেমায় অভিনয় করেছেন অধরা খান, আশীষ খন্দকার, রাশেদ মামুন অপু, সাঞ্জু জন, রুমান রুনি, সুমন ফারুকসহ অনেকে। সৈকত নাসির ও আসাদ জামান যৌথভাবে সিনেমাটির কাহিনী লিখেছেন। চিত্রনাট্য করেছেন আসাদ জামান।
বিডি প্রতিদিন/ফারজানা