বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান। তার একমাত্র কন্যার নাম ইরা খান। কখনও পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন, কখনও আবার বন্ধুর সঙ্গে একান্তে সময় কাটানোর বিভিন্ন মুহূর্তের ছবি প্রকাশ করে আলোচনায় এসেছেন আমির-কন্যা। হয়েছেন সমালোচিতও।
বুধবার সকাল থেকে শুরু হল নতুন জল্পনার। এবার নাকি খান পরিবারে সানাই বাজতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির-কন্যা ইরা। হঠাৎ কেন শুরু হল এই জল্পনা?
মঙ্গলবার রাতে একটি ছবি শেয়ার আমির-কন্যা। যেখানে মধ্যমণি ইরার দাদী। পাশে প্রেমিক নূপুর শিখরকে নিয়ে বসে ইরা। সেই ছবি থেকেই তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। তবে কি বিয়ে করতে চলেছেন আমির-তনয়া?
যদিও তা এখনও রহস্য। কারণ ইরা বা তার পরিবার সকলেরই মুখে কুলুপ। দু’বছর হয়ে গেল সম্পর্কে রয়েছেন তারা। প্রেম নিয়ে কোনওদিন লুকোছাপা নেই তাদের। সেই প্রমাণ মিলেছিল ইরার জন্মদিনের ছবিতেই। তবে এখনই খান পরিবারে বিয়ের সানাই বাজবে কি না, তা বলবে সময়।
বিডি প্রতিদিন/কালাম