ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। ফার্স্টলুক থেকে সর্বশেষ প্রকাশ পাওয়া ঈদের গান নিয়ে ভক্তদের ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। মুক্তির আগে যখন ‘প্রিয়তমা’র চাহিদা তুঙ্গস্পর্শী তখনই এক ভিডিওবার্তায় ধরা দিলেন ছবির নায়ক ও নায়িকা।
সোমবার সন্ধ্যায় শাকিব খান ও ইধিকা পাল সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ঈদে প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’ ছবি দেখার আমন্ত্রণ জানান। এসময় শাকিব খান বলেন, আমার অগণিত সহকর্মী আমার ‘প্রিয়তমা’ ছবিকে সাপোর্ট দিয়েছেন, যা দেখে আমি আরও ভালো কাজ করার অনুপ্রেরণা পেয়েছি।’
ইধিকা বলেন, ইতিমধ্যে আপনারা ছবির ফার্স্টলুক টিজার ও গান দারুণভাবে গ্রহণ করেছেন। আপনাদের ভালোবাসায় ‘প্রিয়তমা’র সবকিছু এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে।
শাকিব ও ইধিকা একসাথে বলেন, ‘হৃদয় ছুঁয়ে যাওয়া অসাধারণ এক গল্পের ছবি ‘প্রিয়তমা’। অ্যাকশান, রোমান্স ও বিনোদনে ভরপুর ছবি ‘প্রিয়তমা’। সত্যিকারের ভালোবাসাকে সজ্ঞায়িত করার উদাহরণ হয়ে থাকবে ‘প্রিয়তমা’।
তারা আরও বলেন, এবারের ঈদে সিনেমা হলে গিয়ে ‘প্রিয়তমা’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর সঙ্গে নিয়ে যান আপনার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং প্রিয়তমাকে। এবার সবার ঈদ হোক ‘প্রিয়তমা’র সাথে। ঈদ মোবারক।
বিডি-প্রতিদিন/শফিক আহমেদ