বিজয় বার্মা ও তামান্না ভাটিয়ার প্রেমের চর্চায় এখন সরগরম মায়ানগরী। সম্পর্কের কথা স্বীকার করতে আপত্তি নেই দু’জনের।
বিজয়-তামান্নাকে একসঙ্গে দেখা যাচ্ছে সদ্য মুক্তি পাওয়া ছবি ‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতেও। যে ছবিতে এত বছরের প্রতিজ্ঞা ভেঙে পর্দায় চুমু খেয়েছেন তামান্না। সে তো বিজয়ের জন্যই! কাজের সূত্রেই তারা পরস্পরের ঘনিষ্ঠ হয়েছিলেন বলে জানা যায়।
প্রথম ডেটে গিয়ে কি তারা কখনও কারও সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়েছেন? প্রশ্ন করা হয় জুটিকে। তামান্না স্পষ্ট জানান, এমন কিছু করেননি তিনি। একই প্রশ্নের জবাবে বিজয় অবশ্য জানান, তার প্রথম ডেটে গিয়েই ঘনিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা ‘বোধহয়’ হয়েছে। তিনি তামান্না কি না, তা অবশ্য খোলাসা করলেন না।
তামান্নার সঙ্গে প্রথম সাক্ষাৎ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিজয় জানান, ‘লাস্ট স্টোরিজ ২’-এর অন্যতম পরিচালক সুজয় ঘোষের অফিসেই অভিনেত্রীর সঙ্গে আলাপ হয় তার। কথাবার্তা বলে একে অপরের সঙ্গে সাবলীল হওয়ার চেষ্টা করছিলেন দু’জনেই। সেই সময়ে বিজয়কে চুম্বনের প্রসঙ্গ তোলেন তামান্না। প্রায় ১৭ বছরের অভিনয়জীবনে কোনও দিন পর্দায় কোনও অভিনেতাকে চুম্বন করেননি তামান্না। তার চুক্তিতে সব সময় উল্লিখিত থাকত এই শর্ত। ‘লাস্ট স্টোরিজ় ২’-এর জন্য প্রথমবার নিজের প্রায় দু’দশকের এই নিয়মের ব্যতিক্রম ঘটিয়েছেন অভিনেত্রী।
বিজয় জানান, প্রথম দেখাতেই তামান্না তাকে বলেন যে, তিনিই প্রথম অভিনেতা, যাকে তিনি পর্দায় চুম্বন করতে চলেছেন। আচমকা খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেও এ কথা শুনে মনে মনে খুশিই হয়েছিলেন বিজয়। তামান্নাকে ‘ধন্যবাদ’ বলতেও ভোলেননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্নাকে তার সঙ্গীর মধ্যে আকর্ষণীয় কোনও একটি বিষয়ের উল্লেখ করতে বলা হয়েছিল। তামান্না বলেন, “সব কিছুই ভাল।”
নানা সাক্ষাৎকারে বিজয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেন তামান্না। তাদের ব্যক্তিগত জীবনের রসায়নের প্রভাব পর্দায় পড়েছে, না কি পর্দার রসায়ন বাস্তবে— তা নিয়েই চলছে চর্চা।
বিডি প্রতিদিন/কালাম