১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:২৬

সত্যিই কি সালমান খানের নায়িকা হচ্ছেন সামান্থা

অনলাইন ডেস্ক

সত্যিই কি সালমান খানের নায়িকা হচ্ছেন সামান্থা

সালমান-সামান্থা

কিং খান শাহরুখ খানের সঙ্গে ‘জওয়ান’ ছবিতে জুটি বেঁধেছেন দক্ষিণী তারকা নয়নতারা। ছবিটি মুক্তির পরই ব্লক বাস্টারের খেতাব পায়। তবে শুধু দক্ষিণী নায়িকাই নন, এই ছবিতে তো খলনায়কও দক্ষিণের বিজয় সেতুপতি। তাহলে কী সিনেমা হিটের তুরুপের তাস দক্ষিণের ফ্লেভার!

আসলে যখন থেকেই গুঞ্জনে এসেছে করণ জোহরের সিনেমায় সালমান-সামান্থা জুটি। তখন থেকেই চলচ্চিত্র সমালোচকরা এই হিসেব মেলাতে ব্যস্ত। অনেকেই মনে করছেন, সালমানের ফ্লপ কপালে হিট আনার জন্যই নাকি এমন পরিকল্পনা করেছেন করণ জোহর। তবে এই নিয়ে নানা গুঞ্জন রটলেও,  করণ জোহর কিন্তু মুখ খোলেননি। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। তাই এখন প্রশ্ন উঠেছে সত্যিই কি সালমান খানের নায়িকা হচ্ছেন সামান্থা?

বলিউডের বক্স অফিস এখন রমরমা। একের পর এক সিনেমা দুরন্ত ব্যবসা করে চলেছে। ‘পাঠান’, ‘তু ঝুঠি ম্যায় মক্কার’, ‘ও মাই গড টু’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’, ‘গদর টু’। প্রায় সব সিনেমায় রেকর্ড ব্যবসা করে চলেছে। তবে এরই মাঝে কিন্তু সালমানের সিনেমা ‘কিসি কা ভাই কিসি কা জান’ কিন্তু একেবারেই চলছে না। বরং এক সময়ের বক্স অফিসে লাকি হিরো সালমানের সিনেমা এখন মুক্তি পেলেও, মুখ থুবরে পড়ছে।

ব্যাপারটা নাড়া দিয়েছে সালমানকেও। আর তাই তো সোজা যোগাযোগ করণ জোহরকে। হ্যাঁ, বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সালমান নাকি দেখা করেছেন করণ জোহরের সঙ্গে। শোনা যাচ্ছে, করণের প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে নতুন সিনেমা সই করেছেন বলিউড ভাইজান। যার পরিচালক ‘শেরশাহ’ খ্যাত নির্মাতা বিষ্ণু বর্ধন। আর এটাই নাকি হবে বলিউডের দাবাং খানের সুপারহিট কামব্যাক।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর