ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে 'সফল ও ঐতিহাসিক' বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী পুত্র জয় লেখেন ''ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সফর সফল এবং ঐতিহাসিক। বাণিজ্য এবং সহযোগিতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই সফর দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে, যা পুরো উপমহাদেশকে উপকৃত করবে। তিনি (মোদি) কথায় এবং কাজে সর্বোচ্চভাবে আন্তরিক।''
''সবচেয়ে মজার বিষয় এটাই যে, বিএনপি এখন চরমভাবে তাদের ভারতবিরোধী অবস্থানকে অস্বীকার করছে। তারা জনগণকে বোকা ভাবে। আপনাদেরকে শুধু খালেদা জিয়ার ভারতবিরোধী বক্তব্যগুলো খুঁজতে হবে।''
তিনি লেখেন, ''খালেদা জিয়া এমনকি ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে তাকে উপেক্ষা করেছেন এবং তার সঙ্গে একটি পূর্বনির্ধারিত সাক্ষাৎ বাতিল করেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে খালেদা জিয়ার কোনো সাক্ষাৎ নির্ধারিত ছিল না। বিএনপি মরিয়া হয়ে এই সাক্ষাতের জন্য তদবির করেছিল।''
বিডি-প্রতিদিন/০৯ জুন ২০১৫/ এস আহমেদ