বৃহস্পতিবারের বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচে ধোনি-মুস্তাফিজ সংঘর্ষ নিয়ে সরব গোটা ক্রিকেট দুনিয়া। এ সংঘর্ষ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন কানাডা প্রবাসী সাংবাদিক ফরহাদ টিটো। পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো।
ধোনি-মুস্তাফিজ সংঘর্ষ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বাংলাদেশ তো বটেই ভারতীয় পত্রপত্রিকায়ও ব্যাপারটা বড় করে উঠে আসছে। বলতে গেলে নিরানব্বুই ভাগ মন্তব্যকারীর তীর ছুটে যাচ্ছে ধোনির দিকে। যাবেই না কেন, ব্যাপারটাকে অন্যায় বা অশোভন বিবেচনা করা হলে ধোনিরই তো দায় বেশি। সে কারণে, জরিমানাও গুনতে হয়েছে তারই বেশি। ম্যাচ ফি থেকে ৭৫% কাটা গেছে তার। মুস্তাফিজের গেছে একটু কম, ৫০%।
মাহিন্দর সিং ধোনির যে ভাবমূর্তি তার সঙ্গে একেবারেই যায় না এধরনের অভিযোগ। অথচ সবাই দেখেছে তার কাঁধের ধাক্কায় আহত হয়েছে টিনএজ বোলার মুস্তাফিজ। অন্যদের মতো আমিও প্রত্যক্ষ করেছি ঘটনাটা। আমার কাছে মনে হয়েছে শেষ মুহূর্তে সুইং করে বেরিয়ে যেতে পারতেন ধোনি, তা না করে রান করার লাইন থেকে বোকার মতো দাঁড়িয়ে থাকা মুস্তাফিজুরকে এক ধাক্কায় উড়িয়ে দিয়েছেন।
মুস্তাফিজ যে কাজটা করেছেন তা তার অজ্ঞতা, অসততা নয়। জীবনের প্রথম ওডিআই খেলতে নেমে এমন ভুল করতেই পারে সদ্য কৈশোরোত্তীর্ণ এক তরুণ। তবে, ভুলটা জরিমানাযোগ্য বা অপরাধ হয়ে গেছে একই ম্যাচে তা দ্বিতীয়বার হওয়ায়। ইনিংসের শুরুর দিকে রোহিত শর্মাকেও তার রানিং লাইনে আটকে দিয়েছিলেন তিনি একবার। রোহিত অবশ্য ধোনির মতো শারীরিক সংঘর্ষে না জড়িয়ে বিরক্তিটা প্রকাশ করেছেন আম্পায়ারের কাছে।
আমি বলবো না খুব বড় অপরাধ করে ফেলেছেন ধোনি। ব্যাটসম্যান রান নেওয়ার সময় বোলার বা ফিল্ডার তার পথ আটকে দাঁড়িয়ে থাকলে এমন ঘটনা ঘটতেই পারে। তবে যেহেতু রানিং ক্রিকেটারের নাম মাহিন্দর সিং ধোনি সেহেতু সবাইকে বিস্মিতই করেছে ব্যাপারটা। ঠাণ্ডা মাথা আর পরিশীলিত আচরণের কারণে যে খেলোয়াড়টি বিশ্বময় পরিচিত তাকে এমন কিছু করতে দেখলে মানুষতো রিঅ্যাক্ট করবেই। তবে ব্যাটসম্যানটি যদি ধোনি না হয়ে কোনো লো-প্রোফাইল বা কম নামী কেউ হতেন তাহলে এতটা শাখা-প্রশাখা গজাতো না এই গল্পের শরীরে। অনেকে হয়তো মনেই করতে পারতো না দৃশ্যটা খেলা শেষে।
মুস্তাফিজের জন্য খুব কষ্ট লাগছে আমাদের। জীবনের প্রথম একদিনের আন্তর্জাতিক খেলতে নেমেই ডিসিপ্লিনারি অ্যাকশনের শিকার হলেন তিনি, গুনলেন জরিমানাও। এর পরও মুস্তাফিজই ম্যাচের সেরা খেলোয়াড়। ধাক্কাটা এত প্রচণ্ড আর নির্মমভাবে ফিরিয়ে দেবে এই ছেলে তা যদি ঘুণাক্ষরেও টের পেতেন ধোনি তাহলে হয়তো দৌড়াতেন পিচের আরেক পাশ ধরে। হয়তো রানই নিতেন না!
বিডি-প্রতিদিন/ ২০ জুন, ২০১৫/ রশিদা