শচীন টেন্ডুলকার ও ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত সুধীর। এর আগেও বেশ কয়েকবার খেলা দেখতে বাংলাদেশে এসেছেন তিনি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতো দূরের কথা, উল্টো তাকে বিশেষ আয়োজনের মাধ্যমে সম্মানিতও করেছে এদেশের ক্রিকেটভক্তরা।
সেই সুধীরের উপর উচ্ছৃংখল সমর্থকদের হামলার খবরে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খান। নিজের ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন, ‘সুধীরের উপর হামলা সংক্তান্ত কিছু খবর আমার নজরে এসেছে। সত্যি কথা বলতে কি, স্টেডিয়াম থেকে বের হবার পথে তার সাথে আমার দেখা হয়েছিলো, তখন তাকে একেবারেই ঠিকঠাক লেগেছে। এর পরে কি হয়েছে সেটি অবশ্য আমার জানা নেই, তবে এমন কিছু হয়ে থাকলে তা খুবই লজ্জার ব্যাপার।’
বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৫/ রশিদা