'অন্তর জ্বালা' দেখে কি মনে হয় না, এই ছবির গল্প বাংলাদেশের? আপনার কানের কাছে নকল বলে দেবার পরও কি আপনার কান্না থেমে ছিলো? ছবি দেখে বাসায় ফিরে একবার'ও কি আপনার ভাবনায় আসেনি ছবির চরিত্রগুলো?
গৎ বাধা ছবির বাইরে 'অন্তর জ্বালা'।একজন বধির'ও দেখে বলে দিতে পারবে পরিচালকের উদ্দেশ্য সৎ। নকল পৃথিবীর সব সিনেমা জগতেই হয়। ভালো কাজ অনুসরণ করা ভালো তো। অনুবাদ উপন্যাস কি আমরা পড়ি না?
দর্শক অশিক্ষা পায়নি আমার ছবি দেখে। মানুষ'কে ভালোবাসতে শিখায় 'অন্তর জ্বালা'। 'অন্তর জ্বালা'র পথ চলা মাত্র শুরু।
(নির্মাতার ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর, ২০১৭/ফারজানা