তরুণ নির্মাতা শামীম আহমেদ রনির নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। পরিচালক সমিতির দেয়া ৭ মাসের নিষেধাজ্ঞা শনিবার তুলে নেওয়া হয়।
নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে এই নির্মাতা ফেসবুকে লিখেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। চলচ্চিত্র পরিচালক সমিতি আমার নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিয়েছে...। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা...। নতুন বছরে নতুন কাজের সময় এখন... 
এদিকে, রনির উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সন্তুষ্ট প্রকাশ করেছেন অনেকেই। তারা আশা করছেন রনি দারুণ কিছু বানিয়ে দেখাবেন।
উল্লখ্য, গত ২৯ এপ্রিল 'রংবাজ' ছবির পরিচালক শামীম আহমেদের সদস্যপদ অস্থায়ীভাবে বাতিল করা হয়। সেদিন বিএফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যালয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনের যৌথ এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিভিন্ন সময় রনি ক্ষমা চাইলেও পরিচালক সমিতি তাদের সিদ্ধান্তে অটল থাকেন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        