১৬ জানুয়ারি, ২০২০ ২২:২০

ঢাবির ছাত্র হিসেবে এই লজ্জা আমার...

আসিফ সৈকত

ঢাবির ছাত্র হিসেবে এই লজ্জা আমার...

ছবির ব্যক্তিটির হতবিহ্বল চেহারার দিকে দেখুন! স্বামীকে গণপিটুনির হাত থেকে বাঁচানোর জন্য তার অন্তঃসত্ত্বা, ভয়ার্ত স্ত্রীর ছবিটিও দেখুন! গর্ভের সন্তানের ওই সময়কার অবস্থার কথা আর না বলি।

ছবির লোকটি গণপিটুনি খেয়েছেন, তার নাম আসিফ রশিদ খান। দুবাই প্রবাসী এই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। তার পিস্তল ও শর্টগান দুটি লাইসেন্স করা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে গাড়িতে করে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। অবরোধের কারণে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় বিরক্ত হয়ে শিক্ষার্থীদের কাছে তার গাড়িটি ছেড়ে দেয়ার অনুরোধ করতে যান। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান তিনি। এর মধ্যেই তিনি পকেট থেকে পিস্তল বের করে এক শিক্ষার্থীর বুকে তাক করেন।

আপনারা যারা প্রাচ্যের অক্সফোর্ডে পড়ছেন- এতটুকু মানবতাবোধ কি আজও তৈরি হয়নি? অন্তঃস্বত্ত্বা একজন মায়ের গাড়িটি ছেড়ে দিতে পারেননি আপনারা?

আমিও তো ঢাবির চিকিৎসা অনুষদের ছাত্র ছিলাম। ঢাবির ছাত্র হিসেবে এই লজ্জা আমার.........আমি আপনাদের এমন আচরণের জন্য এই মায়ের কাছে লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। যেদিন বাবা হবেন- টের পাবেন!

(ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর