আপনারা বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছেন। এরপর পরীক্ষা নিচ্ছেন। অথচ হল খুলেননি। ছেলেপেলেগুলো মেসে থেকে পরীক্ষা দিচ্ছে। এখন বরিশাল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় একই রকম ঘটনা ঘটেছে। বরিশালে পরিবহন শ্রমিকরা এবং জাহাঙ্গীরনগরে স্থানীয় এলাকাবাসীরা ছাত্রদের মেরেছে।
এরপর আপনাদের প্রক্টর এসে বলেছেন, ‘মেসে থাকা ছেলেপেলের দায়িত্ব আমরা নিতে পারব না!’ তাহলে এই দায় কার?
আপনারা বিশ্ববিদ্যালয় খুলে পরীক্ষা নিচ্ছেন বলেই তো ওরা মেসে থাকছে। আর ছেলেপেলেগুলো আহত হয়ে হাসপাতালে আছে। অনেকে এখনও ভয়ের মাঝে আছে- কখন না আবার আক্রমণ করে বসে এলাকাবাসী।
আর আপনাদের প্রক্টর এসে বলছেন, ‘মেসে থাকা কারও দায়িত্ব আমরা নিতে পারব না।’ এরপরও কী করে আপনারা পদে বহাল থাকেন?
ছাত্রগুলো এভাবে মার খেল, এই দায় নিয়েই তো আপনাদের পদত্যাগ করা উচিত।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ
 
  
 
 
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        