নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে প্রত্যক্ষ ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী। নিউইয়র্ক সিটির মতো গুরুত্বপূর্ণ একটি শহরে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া নি:সন্দেহে গৌরবের। ব্যক্তির জন্য তো বটেই, কমিউনিটির জন্যও। এমন কি বাংলাদেশের জন্যও। সিটি কাউন্সিলর শাহানা হানিফ এবং সিটির ‘ডিস্ট্রিক্ট জাজ’ সোমা সাইদ আমেরিকার বাংলাদেশিদের জন্য প্রেরণাদায়ক এক ইতিহাস। নিউইয়র্কে ইতিহাস গড়া এই দুই বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে নিয়ে ‘শওগাত আলী সাগর লাইভে’র আগামী বুধবারের আয়োজন ‘দুই বাংলাদেশি নারীর নিউইয়র্ক বিজয়।’
আলোচনায় অংশ নেবেন নবনির্বাচিত সিটি কাউন্সিলর শাহানা হানিফ, সিটির ডিস্ট্রিক্ট জাজা সোমা সাইদ, সাংবাদিক সোহেল মাহমুদ। সঞ্চালনায় থাকবেন কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।
সময়: ৭ জুলাই,২০২১, বুধবার রাত ৯টা নিউইয়র্ক টাইম। সরাসরি সম্প্রচার: Shaugat Ali Sagor Live Face Book Page এবং ইউটিউব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        