১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৯:৫০

প্রত্যেক মানুষের খামতি রয়েছে, তাই মজা নেয়ার কিছু নেই

ইফতেখায়রুল ইসলাম

প্রত্যেক মানুষের খামতি রয়েছে, তাই মজা নেয়ার কিছু নেই

ইফতেখায়রুল ইসলাম

ইংরেজি না বলতে পারার মাঝে কোনো অগৌরব নেই!  সমস্যা হলো যেখানে ইংরেজি ভাষার প্রয়োগ অত্যাবশ্যকীয় সেখানে এই ভাষার উপর মোটামুটি হলেও দখল রয়েছে, এমন কাউকে পাঠানোই বুদ্ধিমত্তার পরিচায়ক! 

আমি ওই ইন্টারভিউতে যে প্রতিবেদক সঠিকভাবে বলতে অসমর্থ হয়েছেন তাঁর কোনো ভুলই দেখছি না! কে জানে তিনি হয়তো বাংলায় দুর্দান্ত রিপোর্ট করেন অথবা কাজ চালিয়ে নেয়ার মতই করেন।

যারা অ্যাসাইনমেন্টের দায়িত্ব প্রদান করেন তাঁদের এসব বিষয়ে দায় নেয়া উচিত! যদি আমাদের ইংরেজি জানা কর্মীর সেই মুহূর্তে সংকট থাকে তাহলে আমরা না-ই পাঠালাম রিপোর্ট আনতে! সবসময় সরাসরি সাক্ষাৎকার নিয়েই প্যাকেজ প্রস্তুত করতে হবে ব্যাপারটা তো এমনও নয়!

আমাদের প্রত্যেক মানুষের খামতি রয়েছে, তাই এত মজা নেয়ার কিছু নেই! প্রতিবেদক যা করেছেন তা ইচ্ছেকৃত নয়, তাই কোন বিষয় নিয়ে মজা নেবেন সেটাও ভেবে নিন দয়া করে! (অতি সম্প্রতি এক ইন্টারভিউ সংক্রান্তে এই পোস্ট)

লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর