সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে ঢাকা সফররত ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। এ সময় মাদানি আগামী বছর তুরস্কে অনুষ্ঠেয় ওআইসি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও তুলে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানির মধ্যে মুসলিম উম্মাহর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী সম্প্রতি সৌদি আরবে আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়ে বলেন, ইসলামে এই সন্ত্রাসের কোনো স্থান নেই। এর বিরুদ্ধে সব মুসলমানকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলাম আমাদের সহনশীলতা শেখায়। আমাদের ইসলামের আসল থিম সম্পর্কে জানতে হবে। সন্ত্রাসী সন্ত্রাসীই, সেখানে ধর্ম নেই। আলোচনার মাধ্যমে মুসলিম দেশগুলোর মধ্যকার সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যজনকভাবে মুসলিম দেশগুলোর অনেকে নিজেদের মধ্যে সংঘাতে লিপ্ত। যার মাধ্যমে আমরা অন্যদের সুবিধা নেওয়ার সুযোগ করে দিচ্ছি। মুসলিম দেশগুলোর নিজেদের মধ্যকার সংঘাত আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। মুসলমানদের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসারে ওআইসিকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। মুসলিমরাই একসময় জ্ঞান-বিজ্ঞান চর্চায় পথপ্রদর্শক ছিল বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ওআইসি সেক্রেটারি জেনারেল বাংলাদেশের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সব সময় ওআইসির অগ্রভাগে রয়েছে।
তিনি প্রধানমন্ত্রীকে ওআইসির আগামী সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান। সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ। অন্যদিকে, শনিবার রাতে ঢাকায় পৌঁছানো মাদানি গতকাল ব্যস্ত সময় কাটিয়েছেন। সকালে প্রধানমন্ত্রী ও বিকালে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন তিনি। আজ ঢাকা ছাড়বেন দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করা ওআইসি মহাসচিব মাদানি।
শিরোনাম
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি মহাসচিবের সাক্ষাৎ
মুসলিম উম্মাহকে এক হওয়ার আহবান
কূটনৈতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর