অতীতে ব্লগারদের যারা হত্যা করেছে তাদের যদি বিচার হতো, তাহলে মুক্তবুদ্ধির চর্চা যারা করেন তাদের খুন হতে হতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরতে পারছে না বা ধরছে যেটিই হোক না কেন, এ কারণেই একটির পর একটি অঘটন ঘটে যাচ্ছে। একটির পর একটি ঘটনা ঘটার পরও যখন অপরাধীদের ধরা হচ্ছে না বা চিহ্নিত করা হচ্ছে না, তখন জনগণের মনে এ সন্দেহটি জাগা অস্বাভাবিক নয় যে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এমন কোনো দুষ্টচক্র লুকিয়ে আছে কি না, যারা এই অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জজ মিয়া নাটক আর দেখতে চাই না। গতকাল ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন তুলসী রানী দাস তুনিকে দেখতে এসে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তুলসী রানী দাস তুনি সম্পর্কে ড. মিজান বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত, তাদের ব্যাপারে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছি। ইকবাল নামে একজন তার পেটে লাথি মেরেছেন বলে ভিকটিম আমাদের বলেছেন। ভিকটিমের বক্তব্য অবশ্যই বিবেচনা করতে হবে। ইকবাল কতটুকু দায়ী তা বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের শরণাপন্ন করতে হবে। যখন কোনো অপরাধীকে ধরা হবে তখন যেন নিরীহ জনগণকে ধরা না হয়।’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘অতীতে যেমন অপরাধীদের শনাক্তের নামে জজ মিয়া কাহিনী বানানো হয়েছে, সে রকম কোনো কাহিনীর সঙ্গে আমরা আর পরিচিত হতে চাই না। যারা সত্যিকার অর্থে অপরাধী, শুধু তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে সব ধর্মের স্বাধীনতা সাংবিধানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এটি রক্ষার দায়িত্ব সরকারের। প্রত্যেকে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করে যাবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তারপরও ফেনীতে যে ঘটনাটি ঘটেছে, এখানে রাষ্ট্রের কোনো মদদ নেই, সরকারের মদদ নেই।
শিরোনাম
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
- একটি দল ভোটের মাঠে জান্নাতের টিকিট বিক্রি করছে: নবীউল্লাহ নবী
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন