অতীতে ব্লগারদের যারা হত্যা করেছে তাদের যদি বিচার হতো, তাহলে মুক্তবুদ্ধির চর্চা যারা করেন তাদের খুন হতে হতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরতে পারছে না বা ধরছে যেটিই হোক না কেন, এ কারণেই একটির পর একটি অঘটন ঘটে যাচ্ছে। একটির পর একটি ঘটনা ঘটার পরও যখন অপরাধীদের ধরা হচ্ছে না বা চিহ্নিত করা হচ্ছে না, তখন জনগণের মনে এ সন্দেহটি জাগা অস্বাভাবিক নয় যে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এমন কোনো দুষ্টচক্র লুকিয়ে আছে কি না, যারা এই অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জজ মিয়া নাটক আর দেখতে চাই না। গতকাল ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন তুলসী রানী দাস তুনিকে দেখতে এসে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তুলসী রানী দাস তুনি সম্পর্কে ড. মিজান বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত, তাদের ব্যাপারে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছি। ইকবাল নামে একজন তার পেটে লাথি মেরেছেন বলে ভিকটিম আমাদের বলেছেন। ভিকটিমের বক্তব্য অবশ্যই বিবেচনা করতে হবে। ইকবাল কতটুকু দায়ী তা বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের শরণাপন্ন করতে হবে। যখন কোনো অপরাধীকে ধরা হবে তখন যেন নিরীহ জনগণকে ধরা না হয়।’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘অতীতে যেমন অপরাধীদের শনাক্তের নামে জজ মিয়া কাহিনী বানানো হয়েছে, সে রকম কোনো কাহিনীর সঙ্গে আমরা আর পরিচিত হতে চাই না। যারা সত্যিকার অর্থে অপরাধী, শুধু তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে সব ধর্মের স্বাধীনতা সাংবিধানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এটি রক্ষার দায়িত্ব সরকারের। প্রত্যেকে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করে যাবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তারপরও ফেনীতে যে ঘটনাটি ঘটেছে, এখানে রাষ্ট্রের কোনো মদদ নেই, সরকারের মদদ নেই।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
জজ মিয়া নাটক আর দেখতে চাই না : ড. মিজান
ফেনী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর