অতীতে ব্লগারদের যারা হত্যা করেছে তাদের যদি বিচার হতো, তাহলে মুক্তবুদ্ধির চর্চা যারা করেন তাদের খুন হতে হতো না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরতে পারছে না বা ধরছে যেটিই হোক না কেন, এ কারণেই একটির পর একটি অঘটন ঘটে যাচ্ছে। একটির পর একটি ঘটনা ঘটার পরও যখন অপরাধীদের ধরা হচ্ছে না বা চিহ্নিত করা হচ্ছে না, তখন জনগণের মনে এ সন্দেহটি জাগা অস্বাভাবিক নয় যে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও এমন কোনো দুষ্টচক্র লুকিয়ে আছে কি না, যারা এই অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। জজ মিয়া নাটক আর দেখতে চাই না। গতকাল ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন তুলসী রানী দাস তুনিকে দেখতে এসে এসব কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। তুলসী রানী দাস তুনি সম্পর্কে ড. মিজান বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত, তাদের ব্যাপারে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছি। ইকবাল নামে একজন তার পেটে লাথি মেরেছেন বলে ভিকটিম আমাদের বলেছেন। ভিকটিমের বক্তব্য অবশ্যই বিবেচনা করতে হবে। ইকবাল কতটুকু দায়ী তা বিচারের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। তাকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের শরণাপন্ন করতে হবে। যখন কোনো অপরাধীকে ধরা হবে তখন যেন নিরীহ জনগণকে ধরা না হয়।’ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘অতীতে যেমন অপরাধীদের শনাক্তের নামে জজ মিয়া কাহিনী বানানো হয়েছে, সে রকম কোনো কাহিনীর সঙ্গে আমরা আর পরিচিত হতে চাই না। যারা সত্যিকার অর্থে অপরাধী, শুধু তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে সব ধর্মের স্বাধীনতা সাংবিধানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এটি রক্ষার দায়িত্ব সরকারের। প্রত্যেকে প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করে যাবে সে ব্যাপারে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। তারপরও ফেনীতে যে ঘটনাটি ঘটেছে, এখানে রাষ্ট্রের কোনো মদদ নেই, সরকারের মদদ নেই।
শিরোনাম
- মেট্রো রেলের লাইন থেকে দুই অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ
জজ মিয়া নাটক আর দেখতে চাই না : ড. মিজান
ফেনী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর