সর্বকালের সেরা বক্সার মোহাম্মদ আলী ১৯৭৮ সালের ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছিলেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী ওই সময়ের বিখ্যাত মডেল ভেরোনিকা পরশে, মেয়ে লায়লা আলী, ভাই, বাবা ও মা। তখনো কুর্মিটোলায় বর্তমান বিমানবন্দর উদ্বোধন হয়নি। ঢাকার তেজগাঁওয়ে পুরনো বিমানবন্দরে আলীকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষের ঢল নেমেছিল। মোহাম্মদ আলীকে উষ্ণ অভ্যর্থনায় বুকে টেনে নিয়েছিল এ দেশের মানুষ। ওই সফরে আলীকে বাংলাদেশের পক্ষ থেকে নাগরিকত্বও দেওয়া হয়েছিল। তার হাতে সম্মানসূচক নাগরিকত্বের পাসপোর্ট ও প্রতীকী চাবি তুলে দেওয়া হয়েছিল। পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম উদ্বোধন করেছিলেন আলী নিজেই। তার সম্মানেই স্টেডিয়ামটির নামকরণ। বক্সিং স্টেডিয়ামের উদ্বোধনের দিন তার সম্মানে ঢাকা স্টেডিয়ামে একটি ‘বিশেষ’ বক্সিং লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। এ সময় মজাও করেন মোহাম্মদ আলী। সেই লড়াইয়ে তার প্রতিপক্ষ ছিল ১২ বছরের কিশোর আবদুল হালিম। কিশোর হালিমের বিরুদ্ধে গ্লাভস পরে রিংয়ে লড়াইয়ে নেমে মানুষকে মজা দিতে সেই কিশোরের ঘুষিতে প্রবল পরাক্রমশালী বক্সার লুটিয়ে পড়েছিলেন মাটিতে। আলীকে ‘নক আউট’ হতে দেখে উল্লাস আর হর্ষধ্বনিতে ফেটে পড়েছিল গ্যালারি। এ সফরে মোহাম্মদ আলী বলেছিলেন, ঢাকায় এসে আমি মুগ্ধ, এটা আমার প্রিয় শহর। যাওয়ার সময় তিনি বলে যান, আই লাভ ইউ বাংলাদেশ। প্রায় সপ্তাহ খানেক বাংলাদেশে ছিলেন মোহাম্মদ আলী। সুন্দরবন, রাঙামাটি, কক্সবাজার আর সিলেটের চা-বাগানের সৌন্দর্য মুগ্ধ করেছিল মার্কিন কিংবদন্তিকে। কক্সবাজারে এক টুকরা জমিও উপহার পেয়েছিলেন তিনি। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে সম্মানসূচক নাগরিকত্বের পাসপোর্ট দিলে মোহাম্মদ আলী বলেছিলেন, আমেরিকা থেকে বের করে দিলেও আমার আরেকটা বাড়ি থাকবে। বিদায় বেলায় আবারও বাংলাদেশে আসার আকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন মোহাম্মদ আলী। যাওয়ার সময় বলেছিলেন, যদি কেউ স্বর্গে যেতে চান, তাহলে বাংলাদেশে আসুন। সেই সফরে মোহাম্মদ আলীকে কক্সবাজারে এক বিঘা জমি উপহার দেওয়া হয়। আখতার নেওয়াজ রুবেল নামে বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন এক নেতা ওই এক বিঘা জমি আলীকে উপহার দেন। তার পিতার ৩ দশমিক ৫০ একর জমি থেকেই তিনি ওই এক বিঘা জমি তাকে দেন। নেওয়াজের পিতা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। অথচ কক্সবাজর জেলা প্রশাসন ওই জমিটির কোনো রেকর্ডই সংরক্ষণ করেনি। দুই বছর আগে নেওয়াজ একটি ইংরেজি দৈনিককে জানান, মোহাম্মদ আলী ১৯৭৮ সালে বাংলাদেশে এসে কক্সবাজার সফরে গেলে ওই জমিটি তিনি তাকে উপহার হিসেবে দেন। আলীও তার ওই উপহার প্রাপ্তির একটি গ্রহণপত্র দেন নেওয়াজকে। কিন্তু সরকার বা স্থানীয় প্রশাসনের কেউই ওই জমিটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করেনি। ফলে কক্সবাজারের কলাতলী পয়েন্টে অবস্থিত জমিটি সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। তিনি বলেন, এমনকি প্রশাসন জমিটিকে আলীর মালিকানায় খারিজও করেনি। ১৯৯২-৯৪ সালে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ নির্মাণের সময় আরও ১০ একর জমির সঙ্গে আলীর জমিটিও সাগর গর্ভে বিলীন হয়ে যায়। মোহাম্মদ আলীর বাংলাদেশ সফর নিয়ে রেজিন্যাল্ড ম্যাসির নির্মিত তথ্যচিত্রে তিনি বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে আকুতির কথা ব্যক্ত করেছেন। বলেছেন, বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি। আলী বাংলাদেশে একটি বাড়ি তৈরির কথাও বলেন। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন গতকাল সন্ধ্যায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কক্সবাজারে মোহাম্মদ আলীর জমি সম্পর্কে আমিও শুনেছি। তবে সেই জমির রেকর্ড সম্পর্কে না জেনে বিস্তারিত বলতে পারব না।
শিরোনাম
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত