রবিবার, ১৯ জুন, ২০১৬ ০০:০০ টা

মানুষের কল্যাণই ইসলামের লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

মানুষের কল্যাণই ইসলামের লক্ষ্য

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আত্মশুদ্ধি অর্জনের মহান এ মাসে নিজেকে আল্লাহর রঙে রঙিন করে ইসলামী অনুশাসন কায়েমে ভূমিকা রাখতে হবে। ইসলাম মানব কল্যাণের ধর্ম। মানুষের কল্যাণই ইসলামের মূল লক্ষ্য। শান্তি, মুক্তি ও কল্যাণ পেতে ইসলামের সুমহান আদর্শে ঐক্যবদ্ধ হতে হবে। গতকাল বরিশালের চরমোনাই মাদ্রাসা ময়দানে ১৫ দিনব্যাপী বিশেষ তালিম তারবিয়াতের ১২তম দিনের আলোচনায় পীর সাহেব চরমোনাই এ কথা বলেন। তিনি আরও বলেন, উন্নত চরিত্র অর্জনের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভূত করত পাশবিক শক্তিকে আয়ত্তাধীন করা হচ্ছে সিয়ামের তাত্পর্য। কোরআন নাজিলের মহান এ মাসে কোরআনি শাসন প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।

সর্বশেষ খবর