সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

ক্রসফায়ার কাহিনী কেউ বিশ্বাস করে না

ক্রসফায়ার কাহিনী কেউ বিশ্বাস করে না

বিশিষ্ট আইনজীবী শাহদিন মালিক বলেছেন, ক্রসফায়ার কাহিনী কেউ বিশ্বাস করে না। ২০০৪-০৫ সালে হয়তো কেউ কেউ ক্রসফায়ারের কিচ্ছা বিশ্বাস করত, এখন কেউ এটা বিশ্বাস করে না। বিষয়টি নিয়ে যদি সুষ্ঠু তদন্ত করা না হয় তাহলে এ ধরনের ঘটনা চলতেই থাকবে এবং পুলিশেরও আসল অপরাধী ধরার যোগ্যতা কমে যাবে। গতকাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শাহদিন মালিক বলেন, বাংলাদেশে রিমান্ডে নির্যাতন রোধে ‘হেফাজতে নির্যাতন এবং মৃত্যু প্রতিরোধ আইন’ নামে একটি আইন থাকলেও প্রচারের অভাবে সেটি সম্পর্কে অনেকেই জানেন না। আমার তো মনে হয় দেশে কারও কোনো সন্দেহ নেই যে পুলিশ তাদের ইচ্ছাকৃতভাবে মেরে ফেলছে। যেসব দেশে পুলিশ এই কাজগুলো করে, সেসব  দেশেই কিন্তু অপরাধের সমস্যার সমাধান হয় না। বরং সেসব দেশই আস্তে আস্তে বর্বর ও সহিংস সমাজে পরিণত হয়। কথিত ‘বন্দুকযুদ্ধের’ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় আইনজীবী বা পরিচিত কারও উপস্থিতির বিধান থাকলেও সেই নিয়মটি মোটেও মানা হচ্ছে না। মাদারীপুরে একজন কলেজশিক্ষকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্ত ব্যক্তি গোলাম ফাইজুল্লাহ ফাহিম পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় কথিত বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন আইনজীবী শাহদিন মালিক। —বিবিসি বাংলা

সর্বশেষ খবর