নোবেল লরিয়েট প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর মাত্র ১ শতাংশ মানুষ ৯৯ শতাংশ সম্পদের মালিক। এটাকে কোনোভাবেই অংশগ্রহণমূলক বলা চলে না। অংশগ্রহণমূলক অর্থনীতি ছাড়া অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্ভব নয়। ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের অন্ধ্রপ্রদেশের রাজ্যসভা আয়োজিত জাতীয় নারী পার্লামেন্টের তিন দিনব্যাপী সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। গত শুক্রবার অন্ধ্রের রাজধানী অমরাবতীতে ‘নারীর ক্ষমতায়ন-শক্তিশালী গণতন্ত্র’ শীর্ষক এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে মূল বক্তৃতায় প্রফেসর ইউনূস বলেন, ‘অংশগ্রহণমূলক গণতন্ত্র নিশ্চিত করা সমাজের মৌলিক লক্ষ্যগুলোর একটি। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরা যে অর্থনীতিতে বাস করছি তা কোনোভাবেই অংশগ্রহণমূলক নয়। সমাজের নিচের অর্ধেক মানুষের এতে খুব সামান্যই অংশগ্রহণ রয়েছে।’ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার ধারণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিয়োজিত এই অর্থনীতিবিদ আর্থিক সেবাকে অর্থনৈতিক জীবনের অক্সিজেন আখ্যায়িত করে আরও বলেন, ‘জনসংখ্যার নিচের অর্ধেক, বিশেষ করে নিচের দিকের মহিলারা এই অক্সিজেন থেকে বঞ্চিত। আর এ কারণেই অর্থনৈতিক জীবনে তারা খুব দুর্বল থেকে যাচ্ছে। কিছু সুবিধাভোগী এই অক্সিজেন একচেটিয়াভাবে ভোগ করছে।’ ভারতের সব রাজ্য থেকে প্রায় ১২ হাজার তরুণী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ নোবেল লরিয়েট ও আধ্যাত্মিক নেতা দালাই লামা, ইউনিয়ন মন্ত্রী এম ভেংকাইশ নাইডু ও পি অশোক গজপতি রাজু, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু, পুডুচেরী লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী, গান্ধীবাদী ইলা ভাট, অভিনেত্রী মনীষা কৈরালা প্রমুখ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।
শিরোনাম
- রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের সামনে আগুন
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
১ শতাংশ মানুষের হাতে ৯৯ শতাংশ সম্পদ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর