মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মন্ত্রিসভার বৈঠক

বিমান পরিচালনায় বাধা দিলে মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ শাস্তির বিধান রেখে বেসামরিক বিমান চলাচল আইন, ২০১৭-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই প্রস্তাবিত আইনে বিমান চলাচলে বাধা সৃষ্টি করলে এবং মানুষের জীবন ঝুঁকিতে ফেললে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫ কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত আইনটির খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া মন্ত্রিসভা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আইন, ২০১৭, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আইন, ২০১৭-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭-এর খসড়া নীতিগত এবং বস্ত্রনীতি, ২০১৭-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নিয়মিত ব্রিফিংয়ে বলেন, ১৯৬০ সালের ‘দ্য সিভিল অ্যাভিয়েশন অর্ডিন্যান্স’ হালনাগাদ করে এ খসড়া তৈরি হয়েছে। আইনের প্রস্তাবিত বিভিন্ন অপরাধে সাজাও বাড়ানো হয়েছে। তিনি বলেন, আইনের ২৯ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজ করেন, যাতে বিমান পরিচালনায় অসুবিধার সৃষ্টি হয় এবং মানুষের জীবন ঝুঁকির সম্মুখীন হয়, তবে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড, সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। তিনি বলেন, প্রস্তাবিত আইনে মৃত্যুদণ্ডের বিধানটি নতুন করে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন অনুযায়ী বিমানের নেভিগেশনে হস্তক্ষেপ বড় ধরনের অপরাধ। তাই বিমানের নেভিগেশনের সঠিক আলো ও সংকেতের কার্যক্রমে হস্তক্ষেপ করলে যাবজ্জীবন কারাদণ্ড, ৫ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। সচিব জানান, এ আইনে এয়ার নেভিগেশন অর্ডার বা বিমান চালানোর অনুমতির বিধান লঙ্ঘন বা সনদ জাল করলে সর্বোচ্চ পাঁচ বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ ১ কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আর কেউ বিমানে ভ্রমণের সময় বিপজ্জনক এমন কোনো দ্রব্য বা বস্তু, যা স্বাস্থ্য, সম্পত্তি বা পরিবেশের ক্ষতি করতে পারে অথবা এসবের জন্য ঝুঁকিপূর্ণ বা নিরাপত্তা বিঘ্নিত করতে পারে তা বহন করলে সর্বোচ্চ সাত বছর কারাদণ্ডের সঙ্গে ৫০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনে বলা হয়েছে, অবৈধভাবে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের জন?্য তিন থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত এ আইনটিতে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (আইকাও) কিছু নির্দেশনাও যুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৯ ফেব্রুয়ারি বেসামরিক বিমান চলাচল আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। আইনটির চূড়ান্ত অনুমোদনের আগে মৃত্যুদণ্ডের বিধানসহ বিভিন্ন অপরাধের জন্য সাজার মাত্রা বাড়ানো হলো।

সর্বশেষ খবর