বুধবার, ১৫ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিচার বিভাগকে জিম্মি করে রাখা হচ্ছে

প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘বিচার বিভাগকে জিম্মি করে রাখা হচ্ছে। মনে রাখবেন, রাষ্ট্রের কাছে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। রাষ্ট্রের পক্ষ থেকে ফেয়ার-প্লে হচ্ছে না।’ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারের আরও দুই সপ্তাহ সময় চেয়ে আবেদনের শুনানির পর  গতকাল এসব কথা বলেন প্রধান বিচারপতি। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহ সময় মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে ২৭ ফেব্রুয়ারি সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপক্ষকে গতকাল পর্যন্ত সময় দিয়েছিলেন আপিল বিভাগ। কিন্তু এরই মধ্যে গেজেট প্রকাশ করতে না পেরে অ্যাটর্নি জেনারেল সময়ের আবেদন করেন। ১৯৯৯ সালের দুই ডিসেম্বর মাসদার হোসেন মামলায় (বিচার বিভাগ পৃথক্করণ) ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল। সময়ের আবেদনের ওপর শুনানি গ্রহণের পর প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগকে জিম্মি করে রাখা হচ্ছে। মনে রাখবেন, রাষ্ট্রের কাছে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান বড়। রাষ্ট্রের পক্ষ থেকে ফেয়ার-প্লে হচ্ছে না।’ ‘এভাবে আর কত’ প্রশ্ন রেখে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সর্বশেষ খবর