শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দুই রাজনৈতিক দল ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়

নিজস্ব প্রতিবেদক

দুই রাজনৈতিক দল ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়

ড. কামাল হোসেন

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের বড় দুটি রাজনৈতিক দল ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। কিন্তু দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের সেই চেষ্টা নস্যাৎ করে দেবে। এজন্য ছাত্রসমাজকে ঘরে ঘরে গিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ড. কামাল গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ঐক্যবদ্ধ ছাত্রসমাজের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।

সংগঠনের সভাপতি আজম রুপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব আবদুল মান্নান, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু প্রমুখ। ড. কামাল বলেন, দেশে আইন নিয়ে খেলা চলছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেওয়া হয়েছে। তা নিয়ে সরকারের কোনো মাথাব্যথা নেই। ওদিকে আড়াই কোটি টাকার দুর্নীতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছে। গণফোরাম নেতা অভিযোগ করেন, বিচার বিভাগের স্বাধীনতা নেই। তিনি সাবধান করে দেন, হত্যা-গুমের দায়িত্ব নিয়ে আইনি ব্যবস্থা না নিলে সরকারের পক্ষে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করাটা বৈধ হবে না। তিনি বলেন, দেশের মালিক জনগণ। এই জনগণের কথা না ভেবে বড় দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা কব্জা করে রাখতে চায়। কিন্তু জনশক্তির ব্যাপারটি বার বার এ দেশে প্রমাণিত হয়েছে। বুঝতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করলে সেই শক্তি দিয়ে যে কোনো অপচেষ্টা রুখে দেওয়া যায়। কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাদের বুকের ওপর পা রেখে এগিয়ে গিয়ে যারা রাষ্ট্রক্ষমতায়, তাদের অনেকেই স্বাধীনতা ও বঙ্গবন্ধুর বিরোধিতা করেছিলেন। তিনি বলেন, আমরা ক্ষমতা চাই না, মানুষের অধিকার চাই। মুক্তিযুদ্ধ যে কী কষ্টকর, যারা যুদ্ধ করেনি তারা তা কখনো অনুভব করতে পারবে না। এরাও পারছে না। সুলতান মনসুর বলেন, একদা যারা বঙ্গবন্ধুকে কটাক্ষ করেছিলেন তারা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসেন। তারা তো কখনই আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামে ছিলেন না। তিনি বলেন, ছাত্রসমাজকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে।

সর্বশেষ খবর