দুর্নীতি দমন কমিশন-(দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, শিক্ষার ক্ষেত্রে ন্যূনতম অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না। প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি। কিন্তু দুদকে প্রায়ই অভিযোগ আসে প্রাথমিক পর্যায়ের অনেক শিক্ষক স্কুলে না এসে বেতন নেন। আবার শিক্ষা কর্মকর্তারা শিক্ষকদের ছুটি মঞ্জুরিসহ বিভিন্ন প্রশাসনিক কাজের জন্য ঘুষ নেন। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে এ অবস্থা চলতে থাকলে কোনো উন্নয়নই টেকসই হবে না। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা : দুর্নীতির অভিযোগ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় অন্যদের মধ্যে ছিলেন দুদক মহাপরিচালক জাফর ইকবাল, চাঁদপুর জেলা প্রশাসক আবদুস সবুর মণ্ডল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাহেদ সরকার, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম মাহফুজুর রহমান প্রমুখ। দুদক চেয়ারম্যান জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষকদের প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রেণি কক্ষে শিক্ষা নিশ্চিত করার অনুরোধ জানান। তিনি বলেন, যদি সময় মতো শিক্ষকরা স্কুলে আসেন এবং সময়মতো স্কুল ত্যাগ করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবেই কোচিং বন্ধ হয়ে যাবে। তারপরও কমিশন কোচিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, জাতীয় কর্মসূচিতে ছাত্র-ছাত্রীদের শ্রেণিকক্ষের বাইরে নিয়ে আসা ঠিক নয়। সঠিক শিক্ষার অভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ কেউ জনসম্পদের পরিবর্তে জন আপদে পরিণত হচ্ছেন এ অবস্থা থেকে উত্তরণের জন্য সবাই সম্মিলিতভাবে শিক্ষাক্ষেত্রে নজর দিলেই এই শিক্ষার্থীরাই জনসম্পদে পরিণত হবে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল