ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দিতে হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু করতে পারেনি, জাতীয় নির্বাচনও করতে পারবে না। ফলে নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে। গতকাল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলহাজ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা সভাপতি হাজী আবদুল হালিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ আলী, মাওলানা শোয়াইব হোসেন, ছাত্রনেতা খাইরুল ইসলাম, যুবনেতা রোকন হাসান, শ্রমিকনেতা ওমর ফারুক যশোরীসহ স্থানীয় নেতারা ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। সম্মেলনে যশোরের ৬টি নির্বাচনী আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন পীর চরমোনাই। যশোর-১ আসনের বক্তিয়ার রহমান, যশোর-২ আসনের আসাদুজ্জামান, যশোর-৩ আসনের মফিজুল আলম খোকা, যশোর-৪ আসনের অধ্যক্ষ মো. নাজমুল হুদা, যশোর-৫ আসনের ইবাদুল ইসলাম খালাসী, যশোর-৬ আসনের মুফতি আবু ইউসুফ বিশ্বাস। পীর চরমোনাই আরও বলেন, দেশে ইসলাম না থাকায় সাধারণ মানুষ হাজারো ভোগান্তির শিকার হচ্ছে। দেশের সর্বত্র সন্ত্রাস ও দুর্নীতি মহামারি আকার ধারণ করছে। সরকারি বিভিন্ন প্রজেক্টের নামে বহুগুণ বেশি বরাদ্দ দিয়ে দায়সারা কাজ করে অথবা না করেই প্রজেক্টের টাকা উত্তোলন করে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে সংশ্লিষ্টরা। তিনি বলেন, সরকার যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় পুনরায় যাওয়ার চেষ্টা করছে। এ জন্য নির্বাচন কমিশনকে দলীয় আজ্ঞাবহ কমিশনে পরিণত করেছে।
শিরোনাম
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু