ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দিতে হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু করতে পারেনি, জাতীয় নির্বাচনও করতে পারবে না। ফলে নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে। গতকাল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলহাজ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা সভাপতি হাজী আবদুল হালিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ আলী, মাওলানা শোয়াইব হোসেন, ছাত্রনেতা খাইরুল ইসলাম, যুবনেতা রোকন হাসান, শ্রমিকনেতা ওমর ফারুক যশোরীসহ স্থানীয় নেতারা ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। সম্মেলনে যশোরের ৬টি নির্বাচনী আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন পীর চরমোনাই। যশোর-১ আসনের বক্তিয়ার রহমান, যশোর-২ আসনের আসাদুজ্জামান, যশোর-৩ আসনের মফিজুল আলম খোকা, যশোর-৪ আসনের অধ্যক্ষ মো. নাজমুল হুদা, যশোর-৫ আসনের ইবাদুল ইসলাম খালাসী, যশোর-৬ আসনের মুফতি আবু ইউসুফ বিশ্বাস। পীর চরমোনাই আরও বলেন, দেশে ইসলাম না থাকায় সাধারণ মানুষ হাজারো ভোগান্তির শিকার হচ্ছে। দেশের সর্বত্র সন্ত্রাস ও দুর্নীতি মহামারি আকার ধারণ করছে। সরকারি বিভিন্ন প্রজেক্টের নামে বহুগুণ বেশি বরাদ্দ দিয়ে দায়সারা কাজ করে অথবা না করেই প্রজেক্টের টাকা উত্তোলন করে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে সংশ্লিষ্টরা। তিনি বলেন, সরকার যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় পুনরায় যাওয়ার চেষ্টা করছে। এ জন্য নির্বাচন কমিশনকে দলীয় আজ্ঞাবহ কমিশনে পরিণত করেছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ভোট অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর