ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, জাতীয় নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দিতে হবে। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু করতে পারেনি, জাতীয় নির্বাচনও করতে পারবে না। ফলে নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। নির্বাচনকালীন সরকার গঠনে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে। গতকাল যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলহাজ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলা সভাপতি হাজী আবদুল হালিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ আলী, মাওলানা শোয়াইব হোসেন, ছাত্রনেতা খাইরুল ইসলাম, যুবনেতা রোকন হাসান, শ্রমিকনেতা ওমর ফারুক যশোরীসহ স্থানীয় নেতারা ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। সম্মেলনে যশোরের ৬টি নির্বাচনী আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন পীর চরমোনাই। যশোর-১ আসনের বক্তিয়ার রহমান, যশোর-২ আসনের আসাদুজ্জামান, যশোর-৩ আসনের মফিজুল আলম খোকা, যশোর-৪ আসনের অধ্যক্ষ মো. নাজমুল হুদা, যশোর-৫ আসনের ইবাদুল ইসলাম খালাসী, যশোর-৬ আসনের মুফতি আবু ইউসুফ বিশ্বাস। পীর চরমোনাই আরও বলেন, দেশে ইসলাম না থাকায় সাধারণ মানুষ হাজারো ভোগান্তির শিকার হচ্ছে। দেশের সর্বত্র সন্ত্রাস ও দুর্নীতি মহামারি আকার ধারণ করছে। সরকারি বিভিন্ন প্রজেক্টের নামে বহুগুণ বেশি বরাদ্দ দিয়ে দায়সারা কাজ করে অথবা না করেই প্রজেক্টের টাকা উত্তোলন করে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে সংশ্লিষ্টরা। তিনি বলেন, সরকার যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় পুনরায় যাওয়ার চেষ্টা করছে। এ জন্য নির্বাচন কমিশনকে দলীয় আজ্ঞাবহ কমিশনে পরিণত করেছে।
শিরোনাম
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
ভোট অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর