সরকার তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আট হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করায় এ নিয়ে অসন্তোষের কোনো সুযোগ নেই বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি গতকাল সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিএসআরএম-এর লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান। প্রতিমন্ত্রী মুজিবুল বলেন, সাধারণ শ্রমিকদের সমর্থন আমাদের সঙ্গে আছে। তাই কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। অসন্তোষ যাতে না হয় সেজন্যই প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী মজুরি ঘোষণা করেছি। তবে কিছু সংগঠনের উদ্দেশ্য ভালো নয়। আমরা খুবই কেয়ারফুল, উদ্দেশ্যমূলকভাবে যদি তারা কিছু করতে চায় তবে কিছু করতে পারবে না। উল্লেখ্য, পোশাক শ্রমিকদের মজুরি ৫১ শতাংশ বাড়িয়ে গত ১৩ সেপ্টেম্বর ন্যূনতম ৮ হাজার টাকা মজুরি ঘোষণা করে সরকার, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন পোশাক শ্রমিকরা। এবার তা ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন। জাতীয় নির্বাচনের আগে ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে কোনো অসন্তোষ সৃষ্টির আশঙ্কা আছে কি না— সেই প্রশ্নে চুন্নু বলেন, ন্যূনতম মজুরি ডিক্লেয়ার করার আগে আমি আনঅফিশিয়ালি শ্রমিক, শ্রমিক ফেডারেশন, ইউনিয়ন অনেকের সঙ্গে আলোচনা করেছি। তারাও বলেছেন, যদি আট হাজার টাকা হয়, তাহলে হয়তো সবাই সেটা গ্রহণ করবে। আমার ধারণা সামান্য সংখ্যক ছাড়া, বেশিরভাগ গার্মেন্ট শ্রমিক এটা মেনে নেবেন এবং কোনো অস্থিরতা হওয়ার সুযোগ নেই, কারণ মজুরি ৫১ শতাংশ বাড়ানো হয়েছে। শ্রমিকদের বেতন আরও বাড়িয়ে দিতে গেলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এতে শ্রমিকরা চাকরি হারাবে। যেসব সংগঠন এগুলো (ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান) বলছে, তারা আসলে কতটুকু শ্রমিক দরদি আর কতটুকু অন্য উদ্দেশ্য তাদের, সেটা আমার কাছে প্রশ্ন?
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
শ্রমিকদের অসন্তোষের সুযোগ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর