সরকার তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আট হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করায় এ নিয়ে অসন্তোষের কোনো সুযোগ নেই বলে মনে করেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। তিনি গতকাল সচিবালয়ে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিএসআরএম-এর লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান। প্রতিমন্ত্রী মুজিবুল বলেন, সাধারণ শ্রমিকদের সমর্থন আমাদের সঙ্গে আছে। তাই কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। অসন্তোষ যাতে না হয় সেজন্যই প্রধানমন্ত্রীর কমিটমেন্ট অনুযায়ী মজুরি ঘোষণা করেছি। তবে কিছু সংগঠনের উদ্দেশ্য ভালো নয়। আমরা খুবই কেয়ারফুল, উদ্দেশ্যমূলকভাবে যদি তারা কিছু করতে চায় তবে কিছু করতে পারবে না। উল্লেখ্য, পোশাক শ্রমিকদের মজুরি ৫১ শতাংশ বাড়িয়ে গত ১৩ সেপ্টেম্বর ন্যূনতম ৮ হাজার টাকা মজুরি ঘোষণা করে সরকার, যা আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। ২০১৩ সালের ১ ডিসেম্বর থেকে ৫ হাজার ৩০০ টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন পোশাক শ্রমিকরা। এবার তা ১৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সংগঠন। জাতীয় নির্বাচনের আগে ন্যূনতম মজুরিকে কেন্দ্র করে কোনো অসন্তোষ সৃষ্টির আশঙ্কা আছে কি না— সেই প্রশ্নে চুন্নু বলেন, ন্যূনতম মজুরি ডিক্লেয়ার করার আগে আমি আনঅফিশিয়ালি শ্রমিক, শ্রমিক ফেডারেশন, ইউনিয়ন অনেকের সঙ্গে আলোচনা করেছি। তারাও বলেছেন, যদি আট হাজার টাকা হয়, তাহলে হয়তো সবাই সেটা গ্রহণ করবে। আমার ধারণা সামান্য সংখ্যক ছাড়া, বেশিরভাগ গার্মেন্ট শ্রমিক এটা মেনে নেবেন এবং কোনো অস্থিরতা হওয়ার সুযোগ নেই, কারণ মজুরি ৫১ শতাংশ বাড়ানো হয়েছে। শ্রমিকদের বেতন আরও বাড়িয়ে দিতে গেলে অনেক কারখানা বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করে শ্রম প্রতিমন্ত্রী বলেন, এতে শ্রমিকরা চাকরি হারাবে। যেসব সংগঠন এগুলো (ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান) বলছে, তারা আসলে কতটুকু শ্রমিক দরদি আর কতটুকু অন্য উদ্দেশ্য তাদের, সেটা আমার কাছে প্রশ্ন?
শিরোনাম
- রমজানের আগেই একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- ফেনীতে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ
- পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি
- শাবিপ্রবির র্যাঙ্কিং বাড়াতে চার পদক্ষেপ নিল প্রশাসন
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
শ্রমিকদের অসন্তোষের সুযোগ নেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর