বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থার দাবি আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

‘ভোট পেছানোর কথা বলে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে’ বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। নয়াপল্টনের কার্যালয়ে ‘সন্ত্রাসী’ ঘটনা আচরণবিধি লঙ্ঘনের শামিল উল্লেখ করে বিএনপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি করেছে ক্ষমতাসীন দল।

গতকাল সন্ধ্যায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির  কো-চেয়ারম্যান এইচ টি ইমাম। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আচরণবিধির ১৭ ও ১৮ ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। তিনি জানান. ভোটের তারিখ পেছানোয় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের দাবির বিরোধিতা করেছে আওয়ামী লীগ। বিদেশি পর্যবেক্ষক, নতুন ভোটার, বই বিতরণ, ইজতেমার প্রসঙ্গ টেনে ভোট না পেছাতে দাবি জানিয়েছে ক্ষমতাসীন দল। এইচ টি ইমাম বলেন, গত কয়েক দিন ধরে ভোট পেছাতে যুক্তি উপস্থাপন করছে অনেকেই। খেয়াল করছেন না ভোটের পরে কী হতে পারে। আমরা সার্বিক বিষয়ে বলেছি নির্বাচন পেছানোর দাবি অমূলক; আর একদিনও পেছানো ঠিক হবে না। আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মশিউর রহমান, দীপু মনি, ফজিলাতুন্নেসা বাপ্পি, মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিপ্লব বড়ুয়া, দেলোয়ার হোসেন, কাজী ইমাম, রশিদুল আলম, সেলিম মাহমুদ, মারুফা আক্তার পপি, মোস্তাফিজুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

সর্বশেষ খবর