একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হতে যাওয়া আগামী সরকারকে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ যাতে কিছু করতে না পারে সেদিকে আগামীতে জনগণ ও সরকারকে সজাগ থাকতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এবার সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসছে, তাদের সামনে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে। এর অনেক চালেঞ্জ বর্তমানেও বিদ্যমান। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য—এসডিজি পরবর্তী সরকারকেই অর্জন করতে হবে। দেশে স্বচ্ছ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ যাতে কিছু করতে না পারে, সেদিকে জনগণ ও সরকারকে সজাগ থাকতে হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ যেন কেউ না পায়, সে বিষয়ে সরকার ও জনগণকে সতর্ক থাকতে হবে। আগামী সরকারকে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বঙ্গবন্ধুর জীবন দর্শন অনুসরণ করে দেশ পরিচালনা করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা, শুধু বলার জন্য বলা নয়। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। অসাম্প্রদায়িক রাজনীতি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আত্মশুদ্ধির মাধ্যমে রাজনীতিবিদদের উন্নতি করতে হবে। দেশবরেণ্য শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক মনে করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। শুধু নির্বাচনের সময়ে ভোটের জন্য মুক্তিযুদ্ধের কথা নয় বরং মুক্তিযুদ্ধের চেতনা ক্ষমতায় বসে বাস্তবায়ন করতে হবে ও অন্তরে ধারণ করতে হবে।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা
—আ আ ম স আরেফিন সিদ্দিক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর