একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন হতে যাওয়া আগামী সরকারকে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ যাতে কিছু করতে না পারে সেদিকে আগামীতে জনগণ ও সরকারকে সজাগ থাকতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এবার সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসছে, তাদের সামনে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে। এর অনেক চালেঞ্জ বর্তমানেও বিদ্যমান। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্য—এসডিজি পরবর্তী সরকারকেই অর্জন করতে হবে। দেশে স্বচ্ছ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কেউ যাতে কিছু করতে না পারে, সেদিকে জনগণ ও সরকারকে সজাগ থাকতে হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতির সুযোগ যেন কেউ না পায়, সে বিষয়ে সরকার ও জনগণকে সতর্ক থাকতে হবে। আগামী সরকারকে আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বঙ্গবন্ধুর জীবন দর্শন অনুসরণ করে দেশ পরিচালনা করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা, শুধু বলার জন্য বলা নয়। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। অসাম্প্রদায়িক রাজনীতি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও আত্মশুদ্ধির মাধ্যমে রাজনীতিবিদদের উন্নতি করতে হবে। দেশবরেণ্য শিক্ষাবিদ আ আ ম স আরেফিন সিদ্দিক মনে করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। শুধু নির্বাচনের সময়ে ভোটের জন্য মুক্তিযুদ্ধের কথা নয় বরং মুক্তিযুদ্ধের চেতনা ক্ষমতায় বসে বাস্তবায়ন করতে হবে ও অন্তরে ধারণ করতে হবে।
শিরোনাম
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা
—আ আ ম স আরেফিন সিদ্দিক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর