ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে বিজিএমইএর সাবেক সভাপতি, ব্যবসায়ী নেতা আতিকুল ইসলামকেই বেছে নিল আওয়ামী লীগ। অন্যদিকে কিশোরগঞ্জ-১ আসনের পুনর্নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে দলের সিনিয়র নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, লে. কর্নেল মুহম্মদ ফারুক খান (অব.), সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানকসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকসূত্র জানান, যৌথসভায় দীর্ঘ আলোচনার পর তাদের দুজনের মনোনয়ন চূড়ান্ত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিএনসিসির মেয়র পদে আতিকুল ইসলাম এবং কিশোরগঞ্জ-১ আসনে দল মনোনীত এমপি প্রার্থী ডা. জাকিয়া নূর লিপিকে নির্বাচিত করার জন্য দলের সর্বস্তরের নেতা-কর্মীকে নির্দেশ দেন। তিনি বলেন, একাদশ জাতীয় নির্বাচনে দল ঐক্যবদ্ধ থাকার কারণে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় হয়েছে। এ বিজয়ের ধারা আগামীতেও অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম আগেও ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। আনিসুল হকের মৃত্যুতে এই সিটির মেয়র পদ শূন্য হওয়ায় নির্বাচন কমিশন গত বছরের ৯ জানুয়ারি উপনির্বাচনের তফসিল দেয়। তবে উচ্চ আদালতের রিটের পরিপ্রেক্ষিতে তা স্থগিত হয়ে যায়। সম্প্রতি ওই রিট খারিজ হলে নির্বাচন কমিশন আবারও এ সিটির উপনির্বাচনে তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী আবেদনের শেষ সময় ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রার্থিতা প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি। ভোট গ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
বৈঠকসূত্র জানান, যৌথসভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলের মনোনয়ন নিয়েও আলোচনা হয়। এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি। এই ৪৩ আসনে এমপি হতে আওয়ামী লীগের মনোনয়নের জন্য ১ হাজার ৫১০ জন ফরম জমা দিয়েছেন।
প্রার্থী বাছাইয়ে কমিটি : সভায় দেশের ৩টি পৌরসভা, ২৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। এ ছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি ওয়ার্ডের নির্বাচনে দল সমর্থিত প্রার্থী বাছাইয়ে আট সদস্যের একটি কমিটি গঠন করা হয়। আজ থেকে কমিটি প্রার্থী বাছাইয়ে কাজ করবে বলে বৈঠকসূত্রে জানা যায়।
আরও জানা গেছে, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারে মনোনয়নপ্রত্যাশীরা দলের জন্য তাদের অবদানের কথা তুলে ধরেন। যৌথসভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে দলের মনোনয়ন নিয়েও আলোচনা হয়। উপজেলা নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা উঠলে এ নিয়ে তৃণমূল থেকে পাঠানো প্রার্থী তালিকা হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
ঢাকা মহানগরীর ৩৬ ওয়ার্ডে প্রার্থী বাছাইয়ে কমিটি : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি ওয়ার্ডে দলীয় প্রার্থী বাছাইয়ে একটি কেন্দ্রীয় কমিটির গঠন করেছে আওয়ামী লীগ। গঠিত কমিটি দলীয় প্রধানের কাছে প্রতি ওয়ার্ডের জন্য তিনজন করে প্রার্থীর নাম সুপারিশ করবে। পরে সেখান থেকে একজন প্রার্থীর নাম ঘোষণা করবে আওয়ামী লীগ। বৈঠকসূত্রে আরও জানা যায়, প্রার্থী বাছাইয়ের এই কমিটির নেতৃত্বে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুুর রাজ্জাক ও লে. কর্নেল মুহম্মদ ফারুক খান (অব)। কমিটির সদস্য হলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল ও উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।
৩ পৌরসভা ও ২৭ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা : আমতলী উপজেলার আমতলী পৌরসভায় মতিয়ার রহমান, পটুয়াখালী সদর উপজেলার পটুয়াখালী পৌরসভায় কাজী আলমগীর ও ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় মো. আশরাফুল আলম নৌকার মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নে মো. আবদুল আউয়াল, ফরক্কাবাদ ইউনিয়নে মো. হুসেন আলী, বিরল ইউনিয়নে মো. মারুফ হোসেন। নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মো. এমদাদুল ইসলাম, নাচোল উপজেলার নাচোল ইউনিয়নে মো. আবদুস সালাম। খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নে দেবী রানী বিশ্বাস। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে মোস্তফা কবিরুজ্জামান। যশোরের খেদাপাড়া ইউনিয়নে মো. আবদুল আলীম। বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নে বেবী রানী দাস। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে মো. মানিক হাওলাদার। পিরোজপুরের ভা ারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নে মো. শামসুদ্দীন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নে মো. শফিকুল হাকিম মোল্লা হিরণ। ফরিদপুরের মধুখালী উপজেলার তালমা ইউনিয়নে দেলোয়ার বেগম, চাঁদপুর ইউনিয়নে মোছা. শামসুন্নাহার ও নওয়াপাড়া ইউনিয়নে মো. হাবিবুর রহমান। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপেজলার কাচিকাটা ইউনিয়নে আবুল হাশেম। মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নে জাহাঙ্গীর আলম রায়হান সরকার। নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে সৈয়দ মনিরুল ইসলাম। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নে আবদুল মতিন ও চর বেতাগৈর ইউনিয়নে মো. আবুল হোসেন। সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নে মো. আশিকুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী (পশ্চিম) ইউনিয়নে মহসিন মিঞা ও গোকর্ণ ইউনিয়নে ছোয়াব আহমেদ হৃতুল। কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়নে মো. রবিউল আলম। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে আবুল কালাম। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে সৈয়দ ওসমান গনি বাবু ও খিরাম ইউনিয়নে মুহাম্মদ শহীদুল আলম এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে মোহাম্মদ আবুল কালাম আজাদ নৌকার মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        